রঈসুল কুররা ওয়াল মুফাসসিরীন, উস্তাযুল মুহাদ্দিসীন, সুলতানুল আরিফীন হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ্ (রহ.)-এর ১৮তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল আগামী ১৫ জানুয়ারী সফলের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমুআ ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে সিলেট নগরীর সুবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ঈসালে সাওয়াব মাহফিল সফলে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন দারুল ফিকর ওয়াল ইফতা আল-ইসলামি’-এর চেয়ারম্যান আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ্-এর কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বুরাইয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ্-এর সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, মাসিক পরওয়ানা’র সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী ও তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিনসহ হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ্ (রহ.)-এর মুরিদীন, মুহিব্বীনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
সভায় প্রতি বছরের ন্যায় ২০২৬ সালের ১৫ই জানুয়ারি ফুলতলী ছাহেব বাড়ি সংলগ্ন ঐতিহাসিক বালাই হাওর, জকিগঞ্জ, সিলেটে অনুষ্ঠিত ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল সফলে ব্যাপক আলোচনা করা হয়। ১৫ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা হতে পরদিন ফজর পর্যন্ত এ মাহফিলে তা’লিম তরবিয়ত প্রদান করবেন হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ্ ফুলতলী।
Leave a Reply