সিলেট নগরীর সোনাপাড়া রায়নগরস্থ জামিয়া দারুল ফালাহ মিলনায়তনে প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠান ও সুধী সমাবেশ সফলের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় জামিয়া দারুল ফালাহ মিলনায়তেনে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সিরাজুল ইসলাম খান।
জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হাফিজ শিব্বির আহমদ-এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জামিয়া পরিচালনা কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোঃ আবু তাহের চৌধুরী, সমাজসেবী মোঃ আবুল কাশেম সিদ্দিকী, সাংবাদিক আহমদুল হক চৌধুরী বেলাল, তরুণ আলেম মাওলানা মোহাঃ আব্দুল হাদী চৌধুরী, সমাজসেবী কাওছার আহমদ টিপু, আকিকুর রহমান, হোসেন আহমদ সিদ্দিকী ও রহমত আলী হেলালী প্রমূখ।
মতবিনিময় সভায় আগামী ২২ ডিসেম্বর জামিয়ার ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠান সফলের লক্ষ্যে আগামী ২৮ নভেম্বর সন্ধ্যায় সিলেট নগরীর শাহজালাল উপশহর পয়েন্টের গার্ডেন টাওয়ারে অবস্থিত হোটেল গার্ডেন ইন-এ এক সুধী সমাবেশের তারিখ নির্ধারণ করা হয়। পরে সুধী সমাবেশ সফলে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়।
Leave a Reply