সিলেট জেলা পরিষদের ১৩নং ওয়ার্ডের সাবেক সদস্য ও সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদকে পরাজিত করে একই ওয়ার্ডে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়ে আমেরিকা প্রবাসী তরুণ সমাজসেবী ইফজাল আহমদ চৌধুরী পুরো জকিগঞ্জ উপজেলা জুড়ে চমক সৃষ্টি করেছেন। নির্বাচনী মাঠে পাকাপোক্ত ও রাজনীতির মাঠে সরব শামীম আহমদ প্রবাসী সংগঠক ইফজাল চৌধুরী’র নিকট হেরে যাওয়ায় পুরো জকিগঞ্জ জুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
জানা যায়, সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ২টা ঘটিকা পর্যন্ত চলে। নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করেন ১১৮ জন ভোটার। এরপর গণনা শেষে বিকাল সাড়ে ৩টার দিকে ফলাফল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা বিনয় ভূষণ দাস। বেসরকারি ফলাফলে আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা ও ইফজাল চৌধুরী এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ইফজাল আহমদ চৌধুরী টিউবওয়েল প্রতীকে ৬৫ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য শামীম আহমদ বৈদ্যুতিক পাখায় পেয়েছেন ৪৯ ভোট। এছাড়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহমান তালা প্রতীকে পেয়েছেন ৩ ভোট।
সূত্র জানায়, নির্বাচনে ১২০ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১১৮ জন। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদকে পরাজিত করে জেলা পরিষদের চেয়ার দখলে নেয়ায় ইফজাল চৌধুরীর চমক বলে জানান অনেকেই।
এদিকে নির্বাচনকে ঘিরে ব্যাপক আমেজ ছিলো পুরো জকিগঞ্জ উপজেলায়। এ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে প্রথমবার ভোট দিয়ে আনন্দিত হয়েছেন ভোটারগণ
উল্লেখ্য যে, সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১৩নং ওয়ার্ডের ভোটার ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানবৃন্দ, জকিগঞ্জ পৌরসভার মেয়র কাউন্সিলরবৃন্দ ও জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ ছাড়া বাকি ৮টি ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ।
Leave a Reply