সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১২নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ। তিনি বিশাল ভোটে নির্বাচিত হয়ে ১২নং ওয়ার্ডে নিজের জনপ্রিয়তা ও অবস্থান পরিস্কার করেছেন। মস্তাক আহমদ পলাশের বড় ধরণের এ বিজয় এখন কানাইঘাট-জকিগঞ্জে আলোচনার কেন্দ্রবিন্দু হিসাবে পরিণত হয়েছে।
জানা যায়, সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে কানাইঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ২টা ঘটিকা পর্যন্ত চলে। নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করেন ১১৯জন ভোটার। এরপর গণনা শেষে বিকাল সাড়ে ৩টার দিকে ফলাফল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা জিলানী। বেসরকারি ফলাফলে সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১২নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ। তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে ১১৯টি কাস্টিং ভোটের মধ্যে সবোর্চ্চ ৯১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য ইমাম উদ্দিন তালা প্রতীকে ২৪টি ভোট পেয়েছেন। এছাড়া বাকি দু’জন প্রার্থী ফখরুল ইসলাম ফ্যান প্রতীকে ১টি ও এহসানুল হক জসিম হাতি প্রতীক নিয়ে ২ টি ভোট পেয়েছেন।
সূত্র জানায়, নির্বাচনে ১২০ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১১৯ জন।
সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য ইমাম উদ্দিনকে বিশাল ভোটের ব্যবধানে ধরাশায়ী করে জেলা পরিষদের চেয়ার দখলে নেয়ায় কানাইঘাট-জকিগঞ্জে মস্তাক আহমদ পলাশের জনপ্রিয়তা ও অবস্থান অনেক শক্তিশালী বলে মনে করেন আপামর জনসাধারণ।
এদিকে নির্বাচনকে ঘিরে ব্যাপক আমেজ ছিলো পুরো কানাইঘাট উপজেলায়। এ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে প্রথমবার ভোট দিয়ে আনন্দিত হয়েছেন ভোটারগণ
উল্লেখ্য যে, সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১২নং ওয়ার্ডের ভোটার ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানবৃন্দ, কানাইঘাট পৌরসভার মেয়র কাউন্সিলরবৃন্দ ও কানাইঘাট উপজেলার ৭টি ইউনিয়ন ও জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ।
Leave a Reply