সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় দিনব্যাপী বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচিতে তিনি প্রশাসনিক কার্যক্রম তদারকির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন। সকাল ১০ ঘটিকায় তিনি জকিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে পৌছালে তাকে অভ্যর্থনা প্রদান করা হয়। এরপর তিনি ১৫ মিনিট বিরতি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, জকিগঞ্জ পৌরসভা ও ডিজিটাল সেন্টার পরিদর্শন, জকিগঞ্জ থানা, ভূমি অফিস, কাস্টমস ঘাট, নদী ভাঙন, ভোট কেন্দ্র ও মাল্টা বাগান পরিদর্শন করেন। এছাড়াও তিনি জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ছাদ বাগান উদ্বোধন ও পৌরসভার রাস্তা উদ্বোধন করেন।
এ সময় তিনি হাসপাতালে ও বিভিন্ন দপ্তরে আসা সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যাগুলো শুনে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। পরিদর্শন শেষে তিনি উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভায় তিনি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে উত্তম আচরণ করার আহ্বান জানান।
শিক্ষা ও শিক্ষার্থীদের মানোন্নয়নে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এ এসময় জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতার কথা শোনে ডিসি সারওয়ার আলম চমকে উঠেন। পাঁচ শতাধিক শিক্ষার্থীদের জন্য মাত্র দু’জন শিক্ষক রয়েছেন শোনে তিনি দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জুলাই আন্দোলন গ্রাফিতি অংকনের পুরস্কার বিতরণ, সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ, ক্ষুদ্র ঋণ বিতরণ চেক, ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা ও সর্বশেষ কৃষকদের সাথে মতবিনিময় সভা। এসব সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান।
উপস্থিত ছিলেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুফিজুর রহমান, জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান, ইছামতি ডিগ্রী কলেজের প্রিন্সিপাল জালাল আহমদ, শাহবাগ জামিয়া ক্বাসিমুল উলুম-এর মুহতামীম মাওলানা ক্বারী আব্দুল হাফিজ, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ-এর প্রধান সম্পাদক রহমত আলী হেলালী, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জুবায়ের আহমদ ও সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক।
এছাড়াও এসব সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইমাম, খতিব, প্রতিষ্ঠান প্রধান ও জুলাই যুদ্ধাসহ বিভিন্ন পর্যায়ের ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply