জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের চৌধুরী বাজারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার গরীব, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে নগদ অর্থ প্রদান করেছে চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ। শুক্রবার (২৯ এপ্রিল) বিকাল ২ ঘটিকায় জকিগঞ্জ উপজেলার চৌধুরী বাজারস্থ পরিষদ কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ অর্থ বিতরণ করা হয়।
চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি ও সিঙ্গাপুর প্রবাসী জামিল আহমদ-এর সভাপতিত্বে ও পরিষদের কার্যক্রম বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা আব্দুল বারী’র পরিচালনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন মাহমুদ হোসাইন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ-এর উপদেষ্টা সৌদি আরব প্রবাসী মোঃ এবাদুর রহমান, পরিষদের কার্যক্রম বাস্তবায়ন কমিটির সদস্য ও কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলী, কামালপুর (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুবায়ের আহমদ, আব্দুর রাজ্জাক স্মৃতি বিদ্যানিকেতন পরিচালনা কমিটির সদস্য হাফিজ ফারুক আহমদ, সমাজসেবী ময়নুল হক লালা, সংগঠক রাজু আহমদ, পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক রুহুল আমীন রুমেল, কার্যকরী কমিটির সদস্য আব্দুল বাছিত ও শরীফ আহমদ প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী ও তরুণ আলেম মাওলানা জিহাদ উদ্দিন।
অনুষ্ঠান শেষে পরিষদের কার্যক্রম বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা আব্দুল বারীর মোনাজাতের মাধ্যমে সভার কাজ সমাপ্ত করা হয়।
পরে পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে কামালপুর, জামুরাইল, কড়ইমুড়া ও গোটারগ্রাম এলাকার প্রায় ১৩০ জন গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে নগদ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়।
Leave a Reply