জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৩ হাজার ৫’শ শলাকা আমদানী নিষিদ্ধ ভারতীয় সেখ নাসির উদ্দিন বিড়ি ও ১টি মোটর সাইকেলসহ ১ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত মধ্যরাতে জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়ন-এর শরীফগঞ্জ বাজারে পুলিশ অভিযান চালিয়ে তা উদ্ধার করে।
এ সময় জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়ন-এর রহিমপুর গ্রামের মৃত মইয়ব আলীর ছেলে কোটন মিয়াকে ২৩ হাজার ৫০০শত শলাকা সেখ নাসিরুদ্দিন বিড়ি ও একটি মোটর সাইকেলসহ আটক করা হয়। তবে আটক কোটন মিয়ার সহযোগী জাবেদ আহমদ এ সময় পালিয়ে যায়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন সঙ্গীয় পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার ও এসআই (নিরস্ত্র) সামছুল হক সুমন একদল পুলিশ নিয়ে জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের শরীফগঞ্জ বাজারে গ্রেফতারকৃত কোটন মিয়ার দোকানে অভিযান চালিয়ে ২ হাজার ৫০০শত শলাকা এবং পলাতক জাবেদ আহমদের ভাড়াকৃত গ্যারেজ থেকে ২১ হাজার শলাকা আমদানী নিষিদ্ধ ভারতীয় সেখ নাসির উদ্দিন বিড়ি উদ্ধার করেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামীরা দীর্ঘদিন যাবত পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে আমদানী নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ির চোরাচালান এনে জকিগঞ্জ ও পার্শ্ববর্তী থানার বিভিন্ন বাজারে সরবরাহ করে আসছিল।
এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃত কোটন ও তার সহযোগী জাবেদ আহমদ খুবই কৌশলী হওয়ায় তাদেরকে গ্রেফতার করতে কিছুদিন সময় লাগে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স-এর আওতায় সিলেট জেলার মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক জকিগঞ্জ থানা পুলিশের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
Leave a Reply