জকিগঞ্জ থেকে নিখোঁজ হওয়া ওলীউর রহমান নামের এক এতিমখানার ছাত্রকে ১০ দিন থেকে খোঁজে পাচ্ছেনা তার পরিবার। এ ঘটনায় গত মঙ্গলবার (২১ জুন) জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেছেন নিখোঁজ ওলীউর রহমানের মা আনোয়ারা বেগম। জকিগঞ্জ থানার জিডি নং ৮৯৮, তারিখ-২১/০৬/২০২২ খ্রিস্টাব্দ।
জিডি সূত্রে জানা যায়, সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের বোবরাপুর গ্রামের আনোয়ারা বেগম নামের জনৈক মহিলা জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের ফুলতলীগ্রামে আবুল কাশেম খাঁনের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করে আসছেন। তার নুরুজ্জামান (১৬) ও ওলীউর রহমান (১৩) নামের দু’টি ছেলে স্থানীয় ফুলতলী এতিমখানায় হিফজ বিভাগে অধ্যায়নরত। গত ১৪ জুন রাত ১০ ঘটিকার দিকে তার ছোট ছেলে ওলীউর রহমান ফুলতলী এতিমখানা থেকে ফুলতলী গ্রামের আবুল কাশেম খানের বাড়িতে এসে তার মায়ের নিকট রাত্রীযাপন করে। পরদিন সকাল ১০ ঘটিকার দিকে সে ফুলতলী এতিমখানার উদ্দেশ্যে রওয়ানা হয়। ওইদিন রাত ১০ ঘটিকার দিকে এতিমখানায় থাকা তার ওপর ছেলে নুরুজ্জামান তার মাকে ফোন করে জানায় ওলীউর রহমান এতিমখানায় আসেনি। এরপর থেকে নিজ বাড়ি, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর বাড়িঘর সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় নিখোঁজ ছেলেটির মা আনোয়ারা বেগম কান্নাকাটি করছেন। কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে তার মা আনোয়ারা বেগমের সাথে ০১৭৪০-৭২৮৭৭২ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
Leave a Reply