জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা-২০২২ পেয়েছেন। সম্প্রতি তাকে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় এ সম্মাননা প্রদান করে অগ্রগামী ফাউন্ডেশন নামক একটি সংগঠন। অগ্রগামী ফাউন্ডেশন-এর পরিচালক ড. মোঃ খলিলুর রহমান ও নির্বাহী পরিচালক এম. গোলাম ফারুক মজনু স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর বলেন, সমাজের সেবাদান সম্মান ও আনন্দের। কাজের স্বীকৃতি পাওয়ায় ভবিষ্যতে কাজের গতিশীলতা আরও বাড়বে ইনশাআল্লাহ।
তিনি এ সম্মাননা তার একার নয় জানিয়ে বলেন, এ সম্মান পুরো জকিগঞ্জবাসীর। তিনি অতিতের ন্যায় আগামীতেও জকিগঞ্জবাসীর পাঁশে থাকবেন।
Leave a Reply