জকিগঞ্জ উপজেলার প্রাচীনতম দ্বীনি বিদ্যাপিঠ ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার প্রবেশদ্বারে জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত গেইট শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদ সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাজেদা রওশন শ্যামলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মোঃ বেলাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা রিলন চৌধূরী ও সমাজসেবী শামীম আহমদ চৌধূরী প্রমূখ।
জানা যায়, সিলেট জেলা পরিষদ সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী’র আন্তরিক প্রচেষ্টায় জেলা পরিষদ-এর অর্থায়নে নতুন এ গেইট নির্মান করা হয়। নবনির্মিত গেইট শুভ উদ্বোধন শেষে অতিথিবৃন্দ ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসা পরিদর্শন করেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট থেকে মাদ্রাসার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনেন।
Leave a Reply