জকিগঞ্জ সদর ইউনিয়নের বাবুর বাজারে অবস্থিত ক্যাডেট কেয়ার স্কুলে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ জানুয়ারী) দুপুরে স্কুলের হলরুমে বর্ণাঢ্য আয়োজনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক নোমানুর রশীদের সভাপতিত্বে ও আসাদ উদ্দিনের পরিচালনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী লায়েক হোসেন খাঁন।
সাংবাদিক কে.এম.মামুনের স্বাগত বক্তব্যে সূচীত এ সুধী সমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আফতাব আহমদ, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতী আবুল হাসান, জকিগঞ্জ প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, সমাজসেবী ও মানবাধিকার কর্মী আনওয়ার হোসেন খাঁন, ইউপি সদস্য বদরুল আলম আফজল ও শিক্ষার্থী ইমরানা ফেরদৌস প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন শতদল এনজিও সংস্থার সভাপতি তুতিউর রহমান, সমাজসেবী আব্দুল হালিম ও ইউপি সদস্য শামীম আহমদ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সুধী সমাবেশ শেষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্যে উপস্থিত লটারির মাধ্যমে সাদমান সাকিব-কে প্রথম পুরস্কার একটি বাই সাইকেল, আরিফা জান্নাত-কে দ্বিতীয় পুরস্কার একটি রিডিং টেবিল ও লায়েক হোসেন-কে তৃতীয় পুরস্কার একটি রিডিং চেয়ার প্রদান করা হয়। এছাড়া আরও ৩২ জনকে বিশেষ পুরস্কার হিসাবে দেওয়াল ঘরি ও স্কুল ব্যাগ তুলে দেন অতিথিবৃন্দ।
Leave a Reply