জকিগঞ্জ উপজেলার কসকনকপুর গ্রামের আলীখাঁ মহল্লার মৃত আব্দুল হক (হখই মেইকার)-এর একমাত্র ছেলে রেজাউল করীম রেজা। ব্যবসায়ী কারণে থাকেন সিলেট শহরতলীর বটেশ্বর এলাকায়। বটেশ্বর বাজারের পিউলি সুপার মার্কেটে হক কসমেটিকস এন্ড গিফট কর্ণার নামে তার একটি দোকান আছে। সে সেখানকার বাজার কমিটির সহ প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিল। টগবগে এই যুবক ঈদের আগের রাত পর্যন্ত নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন।
শনিবার ভোরে বাড়িতে মা-বোন ও স্ত্রী-সন্তানকে নিয়ে ঈদ করতে সিলেট থেকে রওয়ানা হন। পরিবারের সাথে পবিত্র ঈদুল ফিতর পালন করতে চলে আসছিলেন জকিগঞ্জ উপজেলার আটগ্রামে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। টগবগে যুবক রেজাউল হক রেজা বাড়ি পর্যন্ত পৌছাতে পারলেন না। নিয়তির নির্মম পরিহাস! রেজাউল হক রেজা সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম বাসষ্টেশনের পশ্চিমে আসামাত্র আনুমানিক সকাল ৭টার দিকে অজ্ঞাত একটি গাড়ি সাথে ধাক্কা লেগে সড়কের পাঁশে লুঠিয়ে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তাৎক্ষণিক জকিগঞ্জ উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাবাহারা রেজা ছিলেন পরিবারের একমাত্র ছেলে সন্তান। চারজন বোন থাকলেও পরিবারের একমাত্র উপর্জনক্ষম মানুষ ছিলেন রেজা। বিয়ে করেছেন মাত্র কয়েক বছর আগে। তিন বছরের সন্তানও ছিল রেজাউল হক রেজা। মা, স্ত্রী ও সন্তান নিয়ে ঈদ করবেন বলে হয়তো আনন্দ নিয়ে ভোর সকালে সিলেট থেকে রওয়ানা হয়েছিলেন জকিগঞ্জের নিজ বাড়ির উদ্দেশ্যে। কিন্তু তার সেই আশা পূরণ হয়নি। ভয়ংকর সড়ক দূর্ঘটনা কেড়ে নিল তার তরতাজা প্রাণ।
ব্যবসায়ী রেজাউল হক রেজার মৃত্যুর খবরে পুরো জকিগঞ্জ জুড়ে চলছে শোকের মাতম। ঈদের আনন্দে রেজা’র মৃত্যুর খবর সর্বমহলে চরম ভাটা ফেলেছে।
Leave a Reply