1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ-কানাইঘাটবাসীকে যে সুখবর দিলেন ফাহিম আল্ চৌধুরী জকিগঞ্জে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা’র নতুন কমিটি গঠন জকিগঞ্জের এসএসসি উত্তীর্ণ ও এইচএসসি ফলপ্রার্থীদের নিয়ে ছাত্র মজলিসের শিক্ষা সফর জকিগঞ্জের কাছারচক জামে মসজিদের ইমামকে অশ্রুসিক্ত নয়নে বিদায় দিলেন এলাকাবাসী কানাইঘাট সীমান্তে গুলিতে নিহত আব্দুর রহমানের লাশ ফেরত দেয়নি বিএসএফ! কানাইঘাটের শাহপুর গ্রামে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে চাচাতো ভাই খুন: আশঙ্কাজনক ২ জন জকিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত জকিগঞ্জে প্রস্তাবিত মরিয়ম এবাদ মহিলা কলেজ পরিদর্শন করলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী শেওলা-জকিগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে অতিরিক্ত পুলিশ সুপার ও ওসি’র মতবিনিময়

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

সিলেটের জকিগঞ্জ সার্কেলের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ মাসুদ যৌথভাবে জকিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
শনিবার (২৬ নভেম্বর) দুপুরে জকিগঞ্জ থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবাগত অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ও ওসি মো. জাবেদ মাসুদ বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের কাজের অনেকাংশে মিল আছে। সমাজের অসংগতিগুলো দূর করতে পুলিশ ও সাংবাদিকরা একইভাবে কাজ করছেন। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ অনেকটা কমে যাবে।
সাংবাদিকদের সহযোগিতা চেয়ে আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকগণের সবসময়ই সহযোগিতা প্রয়োজন। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে কোন ধরণের অপপ্রচার করতে না পারে সেদিকে পুলিশ সর্তক রয়েছে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট সম্পন্ন করতে পুলিশ কাজ করে যাচ্ছে। জনগণ যাকে ভোট দেবেন তিনিই বিজয়ী হবেন। আন্দোলনের নামে কেউ নৈরাজ্য ও নাশকতা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোন নিরপরাধ মানুষ হয়রানীর শিকার হবেনা। থানায় সাধারণ মানুষ যাতে সেবা পায় সেদিকে গুরুত্ব দিয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। অপরাধ প্রবণতা কমাতে সকল শ্রেণিপেশার মানুষ সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি করতে হবে।
কিশোর ও যুবসমাজ যাতে বিপৎগামী না হয় সেজন্য অভিভাবকগণ সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন
জকিগঞ্জ থানা’র ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, অফিস সম্পাদক কেএম মামুন, প্রচার সম্পাদক মোর্শেদ আলম লস্কর, নির্বাহী সদস্য ও সাবেক সহসভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, আল হাছিব তাপাদার, সদস্য রিপন আহমদ ও আবু বকর ফয়সল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট