জকিগঞ্জ থানা হাজতের ভেন্টিলেটর ভেঙে পালানো ওয়ারেন্টভুক্ত আসামি রাসেল আহমদ রাসু-কে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ মাসুদ।
গ্রেফতার হওয়া রাসেল আহমদ রাসু জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আলকাছ মিয়ার ছেলে।
তার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় একাধিক চুরি’র মামলা রয়েছে।
জানা যায়, রাসেল আহমদ রাসু-কে একটি চুরি’র মামলায় গতকাল বুধবার (৬ ডিসেম্বর) সকালে বিলেরবন্দ এলাকা থেকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে রাখা হয়। সকাল ১০টার দিকে থানা হাজতে তাকে পাওয়া যায়নি। এ সময় থানার ভেন্টিলেটর ভাঙা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
জকিগঞ্জ থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৬ ডিসেম্বর সকালে আসামি রাসেল আহমদ রাসু (২৬) জকিগঞ্জ থানার একটি চুরি মামলায় পরোয়ানামূলে গ্রেফতার হলে তাকে থানা হাজতে রাখা হয়। পরবর্তীতে উক্ত আসামী সুকৌশলে থানা হাজত থেকে ভেন্টিলেটর ভেঙ্গে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ সুপার সিলেট মহোদয়ের সরাসরি তত্বাবধানে পুলিশের একাধিক টিম পলাতক আসামী রাসেল আহমদ রাসু (২৬) কে গ্রেফতারে অভিযান শুরু করে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে তাকে জকিগঞ্জ পৌরসভাস্থ বিলেরবন্দ এলাকা হতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পুলিশ হেফাজত হতে পলায়ন করায় জকিগঞ্জ থানার মামলা নং-০১, তারিখ-০৬/১২/২০২৩খ্রি., ধারা-২২৪/১০৯ পিসি রুজু করা হয়েছে। আসামী রাসেল আহমদ রাসু (২৬) এর বিরুদ্ধে একাধিক চুরির মামলা বিচারাধীন আছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply