জকিগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত প্রবাস ফেরত যুবককে সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
বুধবার (৬ মার্চ) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের নিজগ্রাম নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হন মোটর সাইকেল চালক সৌদি আরব ফেরত লায়েক আহমদ তালুকদার (৩২)।
তিনি জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের মহিদপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেন তালুকদারের ছেলে।
জানা যায়, প্রবাস থেকে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ফিরে কিছু দিনের জন্য স্থানীয় শাহগলি বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান করেন লায়েক আহমদ। বুধবার দুপুরে তিনি বাড়ি থেকে শাহগলি বাজার যাওয়ার পথে নিজগ্রাম গেইটের সামনে আসামাত্র ফাঁড়ি পথে আসা একটি টমটমের সাথে ধাক্কা লেগে একটি গাছে পড়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত প্রাপ্ত হন। এ সময় তার সাথে থাকা দোকানের একজন কর্মচারী মোটর সাইকেল থেকে পড়ে একটি পায়ের দু’টি স্থানে ভেঙ্গে যায়।
স্থানীয় লোকজন তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মোটর সাইকেল চালক লায়েক আহমদের অবস্থা মারাত্মক হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে ভর্তি করে অবস্থার অবনতি হওয়ায় এখন লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আহত লায়েক আহমদের ছোট ভাই জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহান আহমদ তালুকদার তার ভাইয়ের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
Leave a Reply