1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে তিন লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা দিচ্ছেন মাত্র তিনজন চিকিৎসক! জকিগঞ্জে সিএনজি শ্রমিকদের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে জকিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জকিগঞ্জে প্রবাসী মাজহারুল ইসলাম জুয়েল-এর ব্যতিক্রমধর্মী উদ্যোগ জকিগঞ্জের সুলতানপুর ইউপি আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে জকিগঞ্জের গোটারগ্রাম পয়েন্ট এখন সিসি ক্যামেরার আওতায়! জকিগঞ্জের বীরশ্রীতে হাজী আব্দুল হক ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন জকিগঞ্জী চাচার খোলা চিঠি জকিগঞ্জের রহিমপুর পাম্প হাউস চালু করা সময়ের দাবী সিলেট-৫: আসন পুনরুদ্ধারে ইসলামী দলগুলোর তৎপরতা

শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে—মাসুক উদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জকিগঞ্জের গুরু সদয় স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন,
বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে ব্যাপকভাবে ভূমিকা পালন করছে সরকার। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলতে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কখনো কখনো আমরা শিক্ষার্থীদের চলাচলে ব্যাঘাত ঘটেছে বলে খবর পাই। কোথাও কোথাও স্কুলে যাতায়াতে মেয়েদের উত্ত্যক্তের বিষয়টি আমাদের নজরে এসেছে। অথচ এসব বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এসব ঘটনা আইন শৃংখলা বাহিনীর নজরে আসলেই তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেয়ার সরকারি নির্দেশনা রয়েছে। তাই সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে।
তিনি রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়ন-এর অন্তর্গত গুরু সদয় স্কুল এন্ড কলেজে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
গুরু সদয় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিবেক বিহারী দাসের পরিচালনায় মতবিনিময়কালে অভিভাবকগণ ছাড়াও আইনশৃংখলা বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সমাজিক নেতৃবৃন্দ সহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ আরও বলেন, শিক্ষক ও অভিভাবকের যৌথ প্রচেষ্টায় একজন ভালো শিক্ষার্থী তৈরী সম্ভব। তবে শিক্ষক ও অভিভাবকরা যদি নিজেদের দায়িত্বের প্রতি সচেষ্ট না হন, তাহলে একজন ভালো শিক্ষার্থী সৃষ্টি হওয়া তো দূরের কথা শিক্ষা জীবনটাই বিফলে যাবে। তাই পাঠদানে শিক্ষক এবং শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। আর শিক্ষার্থীরা ঠিক মতো স্কুলে যায় কিনা, পড়াশোনা করছে কিনা, বাজে ছেলে মেয়েদের সাথে আড্ডা দিচ্ছে কিনা এসব বিষয়ে খেয়াল রাখতে হবে অভিভাবকদের। বাস্তব কথা হচ্ছে, শিক্ষক এবং অভিভাবকদের সমন্বয়ে একজন ভালো শিক্ষার্থী গড়ে উঠতে পারে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট