সিলেটের জকিগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জানুয়ারী) দিবাগত রাত ৩ ঘটিকার দিকে উপজেলার সেনাপতিরচক গ্রামের ব্যবসায়ী আব্দুল মুমিনের বাড়ীতে এই ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় ১৫/২০ জনের ডাকাতদল অস্ত্রের মুখে গৃহকর্তা সহ পরিবারের সদস্যদেরকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত তিনটার দিকে ব্যবসায়ী আব্দুল মুমিনের বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে ১৫/২০ জনের সংঘবদ্ধ ডাকাত দল মুখোশ পরে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে বিভিন্ন দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের চোঁখ বেঁধে জিম্মি করে চোখের পলকে নগদ ১১ লাখ টাকা, ১১ ভরি স্বর্ণ ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী মুনিম আহমদ জানান, ডাকাতদল অস্ত্রশস্ত্র নিয়ে ঘরের গেইটের তালা কেটে ঘরে ঢুকে তাকেসহ তার স্ত্রী রেহানা বেগম ও বৃদ্ধ মাকে রশি দিয়ে চোখমুখ বেঁধে মারধর করে নগদ প্রায় সাড়ে ১১ লাখ টাকা, ১১/১২ ভরি স্বর্ণালঙ্কার ও ফ্লেক্সিলোড ব্যবসার ১৫টা মোবাইল সেট নিয়ে যায়। ডাকাতদের মারধরে মুনিমসহ তার স্ত্রী রেহানা বেগম গুরুতর আহত হন।
মুনিম আরও জানান, তার দুই ভাই ফ্রান্সে থাকেন। তিনি বাবুর বাজারে মোবাইল ব্যবসা করেন। শুক্রবারে মাসের ক্লোজিং ছিলো তাই তিনি নগদ টাকা নিয়ে বাড়িতে যান। তাছাড়াও আরো নগদ টাকা ছিলো। ডাকাতরা সব নিয়ে গেছে। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লুট হওয়া স্বর্ণালঙ্কার ও টাকা পয়সার পরিমাণ পুরোপুরি নিশ্চিতের চেষ্টা করছেন। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।
Leave a Reply