1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে তিন লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা দিচ্ছেন মাত্র তিনজন চিকিৎসক! জকিগঞ্জে সিএনজি শ্রমিকদের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে জকিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জকিগঞ্জে প্রবাসী মাজহারুল ইসলাম জুয়েল-এর ব্যতিক্রমধর্মী উদ্যোগ জকিগঞ্জের সুলতানপুর ইউপি আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে জকিগঞ্জের গোটারগ্রাম পয়েন্ট এখন সিসি ক্যামেরার আওতায়! জকিগঞ্জের বীরশ্রীতে হাজী আব্দুল হক ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন জকিগঞ্জী চাচার খোলা চিঠি জকিগঞ্জের রহিমপুর পাম্প হাউস চালু করা সময়ের দাবী সিলেট-৫: আসন পুনরুদ্ধারে ইসলামী দলগুলোর তৎপরতা

জকিগঞ্জের খাদিমানী’স স্কুলের বেসিক ইংলিশ গ্রামার কোর্সের ফলাফল ও পুরস্কার বিতরণী সম্পন্ন

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ও অফলাইনে জকিগঞ্জের ব্যাপক পরিচিত প্রতিষ্ঠান “খাদিমানী’স স্কুল” কর্তৃক আয়োজিত বেসিক ইংলিশ গ্রামার কোর্সের ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় জকিগঞ্জের বাবুর বাজারস্থ আল-মদিনা মার্কেটে খাদিমানী’স স্কুল কর্তৃক বেসিক ইংলিশ গ্রামার কোর্সের ফাইনাল পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় খাদিমানী’স স্কুল থেকে কোর্সে অংশগ্রহণকারীদের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসেবে ‌একটি করে মূল্যবান সার্টিফিকেট, ক্রেস্ট এবং ফাইল বিতরণ করা হয়।
খাদিমানী’স স্কুলের ফাউন্ডার মোঃ খলিলুর রহমান খাদিমানীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তায়্যিবা জান্নাত উম্মী খান ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন তায়্যিবা হাফিজ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মানিক।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন বারহাল ডিগ্রী কলেজের ইংলিশ প্রফেসর মো. আহমদ হোসেন, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো. আনোয়ার হোসেন খান, জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমান আহমদ, রুহুল আমিন, আলোর মেলা আইডিয়াল স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান, জকিগঞ্জ টিভি হেড অব নিউজ আহমদ হোসাইন আইমান প্রমুখ।
কোর্স সম্পর্কে শিক্ষার্থীদের মধ্য হতে বক্তব্য দেন, ফাতিমা জান্নাত নূরী ও তারতীলা হোসেন তিন্নী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যে কোন কিছুর ফাউন্ডেশন ভালো থাকলে তা টিকে থাকে ভালো। এক কথায় যার বেসিক যত বেশি মজবুত, সে এডভান্স লেভেলে গিয়ে কষ্ট করবে না কখনো। তাই খাদিমানী স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এরকম চমৎকার একটা আয়োজন করার জন্য। কারণ বাচ্চারা আজ ইংলিশ গ্রামার দেখলে ভয় পাওয়ার মূল কারণ হচ্ছে বেসিকে দুর্বলতা। এই দুর্বলতা যখন সে কাটিয়ে উঠবে, তখন তার আর তেমন কোন প্রবলেম হবে না। এজন্য প্রত্যেক শিক্ষার্থীর উচিত, বেসিকটা একদম ক্লিয়ার করা।
কোর্সের ফাইনাল পরীক্ষায় যারা কৃতিত্বের সহিত ফলাফল অর্জন করেছে তারা হলেন-ফাতেমা জামাত নূরী, তারতিলা হোসেন তিন্নি, রিফাত হাসান, তায়্যিবা জান্নাত উম্মীদ খান, মাহবুবা জান্নাত মিলি, নাদিয়া জান্নাত, ফারজানা হক, ফাহিয়া জন্নাত, সারজানা হক, মারজান আহমদ, সানজিদা আক্তার, নাবিলা হক প্রীতি, তুহিন আহমদ, জাবির আহমদ, মস্তফা আহমেদ, তায়্যিবা হাফিজ, হামিদুর রহমান মিজান, নাদিরা সিদ্দিকা, মাহিরা কাজিম, লুবনা আক্তার তাহমিনা, যয়নব আক্তার রুবা, আবিদ আহমদ ও সজনা আক্তার প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট