জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়ন-এর অন্তর্গত বাবুর বাজার সংলগ্ন ক্যাডেট কেয়ার স্কুলে সেবামুলক সংগঠন মোহনা ফাউন্ডেশন-এর ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশন-এর ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এলাকার গরীব-অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের ফ্রি খৎনা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মাওলানা রায়হান উদ্দিন।
ফাউন্ডেশন-এর সেক্রেটারি হাফিজ মাওলানা জামিল আহমদ-এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জের ঐতিহ্যবাহী মুনশীবাজার মাদ্রাসার নির্বাহী মুহতামিম আল্লামা শায়খ আব্দুল মুসাব্বির আইয়রী।
বিশেষ অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম -এর সহ সাধারণ সম্পাদ ও ক্যাডেট কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক কে.এম.মামুন, দাম্মাম প্রবাসী গ্রুপ জকিগঞ্জ-এর কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন, জকিগঞ্জ জনকল্যাণ সোসাইটি-এর সহ সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম আসলাম, জকিগঞ্জের ৬নং সুলতানপুর ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলাম -এর সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম শাহীন তাপাদার, সমাজসেবী ও রাজনীতিবীদ আনোয়ার হোসেন খান, ক্যাডেট কেয়ার স্কুলের প্রিন্সিপাল নোমানুর রশীদ, মাওলানা আবদুল হামিদ ও মাওলানা মুনিরুল ইসলাম মঞ্জুর প্রমুখ।
অনুষ্ঠান শেষে ডা. শাহাব উদ্দিন-এর নেতৃত্বে ৪ সদস্যের একদল চিকিৎসকের তত্ত্বাবধানে দিনব্যাপী ফ্রি খৎনা ক্যাম্প আনুষ্ঠিত হয়। এ সময় কার্যক্রম বাস্তবায়ন করেন মোহনা’র ফাউন্ডিং ডিরেক্টর মাওলানা শিব্বীর আহমদ, মাওলানা আকবর বিন হানিফ, মাওলানা ফয়সল আহমদ, মাওলানা কবির আহমদ, ওয়ার্কিং মেম্বার মাওলানা লিয়াকত আলী, হাফিজ জুবায়ের আহমদ, এইচ এম হাবিব ও আফজাল হোসাইন প্রমুখ।
Leave a Reply