সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের গোটারগ্রাম-টু-ভিঙ্গাইর বাজার সড়ক সংস্কারের দাবীতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় বৃহত্তর চৌধুরী বাজার এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় চৌধুরী বাজারে ৩নং কাজলসার ইউনিয়ন জমিয়ত এ মানববন্ধনের আয়োজন করে।
৩নং কাজলসার ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা হুমায়ূন কবির লস্কর কয়েছ-এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা জুবায়ের আহমদ-এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, প্রবাসী জমিয়ত নেতা মাওলানা কবির আহমদ, জেলা কৃষকদল নেতা আব্দুল বাছিত, প্রবাসী সংগঠক ময়জুল হক তালুকদার ও শ্রমিক জমিয়ত নেতা নাজিম উদ্দিন।
উপস্থিত ছিলেন প্রবীণ জমিয়ত নেতা আব্দুস সামাদ (সমই মিয়া), জমিয়ত নেতা মাওলানা জিহাদ উদ্দিন, মাওলানা শিব্বীর আহমদ, মোঃ আব্দুস সামাদ ও হেলাল আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, বিগত ২০২২ ও ২০২৪ সালের ভয়াবহ বন্যায় গোটারগ্রাম-টু-ভিঙ্গাইর বাজার রাস্তার কামালপুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা ভেঙ্গে ভয়ংকর আকার ধারণ করেছে। এতে স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী সহ এলাকার অসুস্থ ও বয়োবৃদ্ধ নারী-পুরুষ ও শিশুরা প্রতিনিয়ত চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। তাই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply