জকিগঞ্জের টগবগে যুবক সিলেট সিটি কর্পোরেশনের পানি উন্নয়ন শাখায় কর্মরত আলমগীর কবির ফাহিম (২০)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে সিলেট নগরীর কাজিটুলা লোহারপাড়ার ১৮নং বাসা থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি এই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহত আলমগীর কবির ফাহিম জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের পশ্চিমবন্দ গ্রামের আহমদ আল কবিরের ছেলে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় সিসিক কর্মচারীর লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, বিষয়টি আমরা খতিয়ে দেখতেছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply