1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে প্রশাসনের সিল ব্যবহার করে চাঁদা উত্তোলনের অভিযোগ ট্রাক শ্রমিক সমিতি’র বিরুদ্ধে জকিগঞ্জে ইসলামী যুব আন্দোলন-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন নতুন আঙ্গিকে “সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ”-এর যাত্রা শুরু আমার কিছু কথা ও কিছু প্রত্যাশা জকিগঞ্জী চাচার খোলা চিঠি- নতুন অঙ্গিকে জকিগঞ্জ সংবাদ-এর যাত্রা শুরু জকিগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য মনোনীত হলেন অ্যাড. মোস্তাক আহমদ জকিগঞ্জের ছামি চৌধুরী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী’র মেডিকেলে মেডিকেল অফিসার! জকিগঞ্জের আমলশীদে আলো ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের শেষ নেই –চাকসু মামুন

জকিগঞ্জে প্রশাসনের সিল ব্যবহার করে চাঁদা উত্তোলনের অভিযোগ ট্রাক শ্রমিক সমিতি’র বিরুদ্ধে

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

জকিগঞ্জে উপজেলা প্রশাসনের সিল ব্যবহার করে ট্রাক শ্রমিক সমিতি’র নামে অবৈধ চাঁদা উত্তোলনের অভিযোগ করেছে উপজেলা পরিবেশক এসোসিয়েশন। এ বিষয়ে বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমানের নিকট লিখিত অভিযোগ করেছেন উপজেলা পরিবেশক এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এ সময় এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও রেকিট বেনকাইজার-এর পরিবেশক মোঃ আব্দুল কুদ্দুছ, প্রচার সম্পাদক ও আকিজ বেভারেজ লি.-এর পরিবেশক শাহজাহান মোহাম্মদ সেলিম, নির্বাহী সদস্য ও আবুল খায়ের টোব্যাকো-এর পরিবেশক কে আই বুলবুল, সদস্য ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ-এর পরিবেশক মনির হোসেন, সদস্য ও লিপটন টিজ এন্ড কনফিউশন-এর পরিবেশক মিজানুর রহমান, সদস্য ও স্মার্ট গ্রুপ-এর পরিবেশক মাওলানা সেলিম আহমদ, সদস্য ও কেয়া কসমেটিকস-এর পরিবেশক বিপ্লব কুমার পাল, সদস্য ও হক ফুডস লি.-এর পরিবেশক আব্দুল আহাদ, সদস্য ও ম্যারিকো বাংলাদেশ-এর পরিবেশক রেজাউল করিম, সদস্য ও মা ক্যামিকেল-এর পরিবেশক লোকমান আহমদ, সদস্য ও প্রাণ গ্রুপ-এর পরিবেশক আলতাব হোসেন, সদস্য ও মেঘনা গ্রুপ লি.-এর পরিবেশক শাব্বির আহমদ, সদস্য ও সজিব গ্রুপ লি.-এর পরিবেশক বাহার উদ্দিন প্রমূখ।
লিখিত আবেদনে জকিগঞ্জ উপজেলা পরিবেশক এসোসিয়েশন জকিগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে উপজেলা প্রশাসনের সিল ব্যবহার করে অবৈধ চাঁদাবাজি এবং ট্রাক শ্রমিক সমিতির নামে অবৈধ চাঁদা উত্তোলনের অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত কয়েক মাস ধরে জকিগঞ্জ উপজেলার ঈদগাহ বাজার, মাসুম বাজার, ভিঙ্গের বাজার, লক্ষীবাজার ও শাহগলী বাজারে ইজারাদাররা উপজেলা প্রশাসনের সিল ব্যবহার করে বিভিন্ন কোম্পানির পরিবেশকদের গাড়ি থেকে নিয়মিত চাঁদা আদায় করছে। এই বিষয়ে সংশ্লিষ্ট ইজারাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেও কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে অ্যাসোসিয়েশন দাবি করেছে। এছাড়াও ট্রাক শ্রমিক সমিতি’র নামে জকিগঞ্জের বিভিন্ন স্থানে চাঁদা উত্তোলনের অভিযোগও আনা হয়েছে। পরিবেশক এসোসিয়েশন এই ধরনের চাঁদা উত্তোলনকে সম্পূর্ণ অবৈধ বলে অভিহিত করেছে এবং এর তদন্ত সাপেক্ষে সমাধানের দাবি জানিয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান চাঁদার রশিদে উপজেলা নির্বাহী অফিসারের সিল দেখে উদ্বেগ প্রকাশ করেন এবং সিলের এই ব্যবহারকে অবৈধ বলে মন্তব্য করেছেন। তিনি তাৎক্ষণিকভাবে ফোনে ট্রাক শ্রমিক সমিতির সভাপতি খছরু মিয়ার সাথে যোগাযোগ করে বিভিন্ন বাজারে ট্রাক শ্রমিক সমিতির নামে চাঁদাবাজির কারণ জানতে চান এবং এই ধরনের চাঁদাবাজি বন্ধের মৌখিক নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা ট্রাক শ্রমিক সমিতির সভাপতির সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি এই অভিযোগ অস্বীকার করেন এবং দাবি করেন যে, তাদের সমিতি থেকে এরকম কোন চাঁদা উত্তোলন করা হয় না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট