জকিগঞ্জে উপজেলা প্রশাসনের সিল ব্যবহার করে ট্রাক শ্রমিক সমিতি’র নামে অবৈধ চাঁদা উত্তোলনের অভিযোগ করেছে উপজেলা পরিবেশক এসোসিয়েশন। এ বিষয়ে বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমানের নিকট লিখিত অভিযোগ করেছেন উপজেলা পরিবেশক এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এ সময় এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও রেকিট বেনকাইজার-এর পরিবেশক মোঃ আব্দুল কুদ্দুছ, প্রচার সম্পাদক ও আকিজ বেভারেজ লি.-এর পরিবেশক শাহজাহান মোহাম্মদ সেলিম, নির্বাহী সদস্য ও আবুল খায়ের টোব্যাকো-এর পরিবেশক কে আই বুলবুল, সদস্য ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ-এর পরিবেশক মনির হোসেন, সদস্য ও লিপটন টিজ এন্ড কনফিউশন-এর পরিবেশক মিজানুর রহমান, সদস্য ও স্মার্ট গ্রুপ-এর পরিবেশক মাওলানা সেলিম আহমদ, সদস্য ও কেয়া কসমেটিকস-এর পরিবেশক বিপ্লব কুমার পাল, সদস্য ও হক ফুডস লি.-এর পরিবেশক আব্দুল আহাদ, সদস্য ও ম্যারিকো বাংলাদেশ-এর পরিবেশক রেজাউল করিম, সদস্য ও মা ক্যামিকেল-এর পরিবেশক লোকমান আহমদ, সদস্য ও প্রাণ গ্রুপ-এর পরিবেশক আলতাব হোসেন, সদস্য ও মেঘনা গ্রুপ লি.-এর পরিবেশক শাব্বির আহমদ, সদস্য ও সজিব গ্রুপ লি.-এর পরিবেশক বাহার উদ্দিন প্রমূখ।
লিখিত আবেদনে জকিগঞ্জ উপজেলা পরিবেশক এসোসিয়েশন জকিগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে উপজেলা প্রশাসনের সিল ব্যবহার করে অবৈধ চাঁদাবাজি এবং ট্রাক শ্রমিক সমিতির নামে অবৈধ চাঁদা উত্তোলনের অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত কয়েক মাস ধরে জকিগঞ্জ উপজেলার ঈদগাহ বাজার, মাসুম বাজার, ভিঙ্গের বাজার, লক্ষীবাজার ও শাহগলী বাজারে ইজারাদাররা উপজেলা প্রশাসনের সিল ব্যবহার করে বিভিন্ন কোম্পানির পরিবেশকদের গাড়ি থেকে নিয়মিত চাঁদা আদায় করছে। এই বিষয়ে সংশ্লিষ্ট ইজারাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেও কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে অ্যাসোসিয়েশন দাবি করেছে। এছাড়াও ট্রাক শ্রমিক সমিতি’র নামে জকিগঞ্জের বিভিন্ন স্থানে চাঁদা উত্তোলনের অভিযোগও আনা হয়েছে। পরিবেশক এসোসিয়েশন এই ধরনের চাঁদা উত্তোলনকে সম্পূর্ণ অবৈধ বলে অভিহিত করেছে এবং এর তদন্ত সাপেক্ষে সমাধানের দাবি জানিয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান চাঁদার রশিদে উপজেলা নির্বাহী অফিসারের সিল দেখে উদ্বেগ প্রকাশ করেন এবং সিলের এই ব্যবহারকে অবৈধ বলে মন্তব্য করেছেন। তিনি তাৎক্ষণিকভাবে ফোনে ট্রাক শ্রমিক সমিতির সভাপতি খছরু মিয়ার সাথে যোগাযোগ করে বিভিন্ন বাজারে ট্রাক শ্রমিক সমিতির নামে চাঁদাবাজির কারণ জানতে চান এবং এই ধরনের চাঁদাবাজি বন্ধের মৌখিক নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা ট্রাক শ্রমিক সমিতির সভাপতির সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি এই অভিযোগ অস্বীকার করেন এবং দাবি করেন যে, তাদের সমিতি থেকে এরকম কোন চাঁদা উত্তোলন করা হয় না।
Leave a Reply