এমএনসি এন্ড এএইচ অপারেশনাল প্ল্যানের আওতায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সাফল্য মন্ডিত করতে এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা টাইফয়েড ঠিকাদান সমন্বয় কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস.এম. আব্দুল আহাদ-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা টাইফয়েড ঠিকাদান ক্যাম্পেইন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না, মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) পার্থ সারথি ভট্রাচার্য, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মাসুম মিয়া, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া জকিগঞ্জ-এর সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আব্দুল হান্নান, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ আবুল কালাম, জকিগঞ্জ প্রেসক্লাবের প্রতিনিধি সাবেক কাউন্সিলার রিপন আহমদ, জকিগঞ্জ ইমাম সমিতি’র প্রতিনিধি মাওলানা মঞ্জুরুল ইসলাম, ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ, জকিগঞ্জ উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালিক ও হাড়িকান্দি মাদ্রাসার প্রতিনিধি মাওলানা জামিল আহমদ প্রমূখ।
অবহিতকরণ সভায় বলা হয়, টাইফয়েড জ্বর ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ যা মূলত দূষিত পানীয়ও খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে। দেশে প্রতি বছর প্রায় পাঁচ লক্ষ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়। তার মধ্যে প্রায় ৮ হাজার জন মৃত্যুবরণ করে যার অধিকাংশই ১৫ বছরের কম বয়সী শিশু। তাই সকলের জানা থাকা দরকার, এক ডোজ টিসিবি টিকা প্রদানের মাধ্যমে টাইফয়েড জ্বর প্রতিরোধ করা যায়।
তাই টাইফয়েড জ্বর প্রতিরোধে আগামী ১লা সেপ্টেম্বর-২০২৫ থেকে দেশব্যাপী ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদের এক ডোজ টিসিবি টিকা নিজ স্কুল, মাদ্রাসা, কিন্ডারগার্ডেন অথবা এলাকার শিশু টিকা কেন্দ্রে প্রদান করা হবে। ১লা আগস্ট-২০২৫ থেকে ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী সকল শিশু নিম্নোক্ত লিংকে https://vaxepi.gov.bd এর মাধ্যমে নিজ জন্ম নিবন্ধন দ্বারা এই টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
Leave a Reply