জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের খিলোগ্রামের বাসিন্দা তরুণ চিকিৎসক ডা. আবু কামরান রাহুল সম্প্রতি American College of Physicians (ACP) থেকে MACP উপাধি অর্জন করেছেন।
এর আগে তিনি চিকিৎসা ক্ষেত্রে MBBS, MCPS ও MD ডিগ্রি অর্জন করেছেন।
বিষয়টি নিশ্চিত করেন ডা. আবু কামরান রাহুলের চাচা সমাজসেবী ও সাংবাদিক আহমদুল হক চৌধুরী বেলাল। তিনি বলেন, এ সম্মান, এ অর্জন শুধু আমাদের পরিবারের নয়। এ অর্জন, এ সফলতা সকলের দোয়ার ফসল। এটি পেশাদারিত্ব ও রোগীর প্রতি দায়বদ্ধতার এক নিরব স্বীকৃতি।
তিনি তাঁর সকল শিক্ষক, সহকর্মী, পরিবার ও প্রতিদিনের রোগীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি সকলের নিকট দোয়া কামনা করে বলেন, আল্লাহ পাক যেন তাঁকে মানবিকতা নিয়ে চিকিৎসা সেবা চালিয়ে যেতে পারে সেটাই আমাদের কামনা।
উল্লেখ্য যে, ডা. আবু কামরান রাহুল ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)-এর ইন্টারন্যাল মেডিসিন বিভাগে মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে কর্মরত আছেন। এছাড়াও তিনি রাজধানীর গেন্ডারিয়া দয়াগঞ্জ মোরে অবস্থিত ইবনে সিনা কনসালটেশন সেন্টারে নিয়মিত রোগী দেখেন।
Leave a Reply