সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং মতবিনিময় করেছেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। সোমবার (৪ আগস্ট) সকাল ৯টা থেকে দিনব্যাপী জকিগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি কর্মসূচিতে তিনি অংশ গ্রহণ করেন। পরে উপজেলা ইনোভেশন কমিটি ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে পৃথক মতবিনিময় করেছেন।
সোমবার দুপুর সাড়ে ১২ টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ আব্দুল আহাদ, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না,,পল্লী বিদ্যুৎ জকিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম ছারওয়ার জাহান, জকিগঞ্জ স্থল শুস্ক স্টেশনের সহকারী কমিশনার ইনজামামুল হক, জকিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ওয়্যার হাউজ ইন্সপেক্টর কবিরুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা প্রকৌশলী এস.এম. মজিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাসুম মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফখর উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ) মোঃ আজাদ কাজী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অ.দা.) শাহীনা আক্তার, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (অ.দা.) পারভেজ আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুল্লাহ আল গালিব, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা পার্থ সারথী দেব, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উজ্জ্বল ভট্টাচার্য, উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা দিব্যেন্দু ভট্টাচার্য মিটুন, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোঃ মাহফুজ আলম, বিআরডিবি কর্মকর্তা মোঃ আবুল হোসেন সরকার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মামুনুর রশীদ, তথ্য সেবা অফিসের তথ্য সেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাকিয়া জোহরা, ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার মোঃ জাকির হোসাইন, জকিগঞ্জ জাইকা’র ইউডিএফ এ এইচ এম ফেরদৌস আলম ও উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নিউটন ব্যানার্জি প্রমূখ।
এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল সকাল ৯টায় জকিগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, সকাল ৯টা ৩০ মিনিটে জকিগঞ্জ ভূমি অফিস, সকাল ১০ টা ৩০ মিনিটে জকিগঞ্জ গার্লস হাইস্কুল, সকাল ১১ টায় জকিগঞ্জ পৌরসভা ও পৌর ডিজিটাল সেন্টার ও সকাল ১১ টা ৪৫ মিনিটে উপজেলা শিক্ষা অফিস, বেলা ১ টায় জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বেলা ২ টায় উন্নয়ন প্রকল্প, বেলা ২টা ৩০ মিনিটে গণিপুর ইউনিয়ন ভূমি অফিস ও বেলা ৩টা ৩০ মিনিটে ইনামতি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন। দিনব্যাপী এসব কর্মসূচি পালন শেষে বিকাল ৪ ঘটিকায় তিনি জকিগঞ্জ ত্যাগ করেন।
Leave a Reply