জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটের জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই যোদ্ধাদের সম্মিলন’ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সম্মিলনে জুলাই যোদ্ধাদের উত্তরীয় পরিধান ও সম্মাননা স্মারক দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের সম্মিলনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ আব্দুল আহাদ, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান, জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দিন, সেক্রেটারি ছরওয়ার হোসাইন, জকিগঞ্জ পৌরসভা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাসুম মিয়া ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফখর উদ্দিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেছেন, চব্বিশের জুলাইয়ে যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সেই শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমাদের সবাইকে সেই সাহস, সেই আদর্শ নিয়ে জুলাইয়ের স্পিরিট ধারণ করতে হবে।
অনুষ্ঠানে যুদ্ধাহত জুলাই যোদ্ধারা জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও স্মৃতিচারণমূলক বক্তব্য উপস্থাপন করেন। তাদের বক্তব্যে জুলাই বিপ্লবে অংশগ্রহণ ও ছাত্র-জনতার আত্মত্যাগ এবং আন্দোলনের প্রেক্ষাপট উঠে আসে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান কর হয়।
Leave a Reply