1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ও বিভিন্ন দাবিতে জকিগঞ্জে এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন লেখক, সাংবাদিক ও শিক্ষক মোঃ ইউনুছ আলী রচিত ‘সফল মানুষের গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন আলাপকালে জান্নাতুল ফেরদৌস মুন্নি: আমি আমার বাবা হত্যার বিচার চাই নুমান হত্যাকান্ড: জনগণের পালস বোঝার চেষ্টা করুন জকিগঞ্জ উপজেলা ফুটবল প্রিমিয়ার লিগ সম্পন্ন জকিগঞ্জে বসুন্ধরা শুভ সংঘের নতুন কমিটি জকিগঞ্জের সেই দেয়াল ভেঙ্গে দেয়ায় ইউএনও ও এসিল্যান্ডসহ ৪ জনকে আদালতের শোকজ অনেকেই দলের প্রচারণার চেয়েও নিজের প্রচারণা নিয়ে বেশী ব্যাস্ত–সিদ্দিকুর রহমান পাপলু জকিগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশী যুবককে ভারতীয় বিএসএফ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে শ্যালক সুমন

জকিগঞ্জে একদিনের ব্যবধানে দু’জনের আত্মহত্যা!

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

জকিগঞ্জে একদিনের ব্যবধানে এক নারী ও এক পুরুষ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১১ আগস্ট) রাত পৌনে ৮ টার দিকে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মাইজগ্রামে স্ত্রীর উপর অভিমান করে স্বামী রুবেল আহমদ (৩০) গলায় ওড়না পেচিয়ে নিজ ঘরের শয়ন কক্ষে আত্মহত্যা করেন। তিনি মাইজগ্রামের আব্দুল আজিজের ছেলে ও পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, রুবেল আহমদ এক সন্তানের বাবা। তিনি সিলেটের গোলাপঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এলাকায় বিয়ে করেছেন। পারিবারিক মনোমালন্যের জেরে রুবেল আহমদের স্ত্রী বেশ কিছুদিন থেকে সন্তানসহ বাবার বাড়িতে অবস্থান করছেন। একাধিকবার স্ত্রীকে নিজের বাড়িতে আনতে ব্যার্থ হয়ে রোববার শেষ বারের মতো স্ত্রী সন্তানকে আনতে মাকে নিয়ে শশুর বাড়ি গিয়েছিলেন। তবুও স্ত্রী না আসায় চরম অপমানিত ও কষ্ট পান রুবেল। এ ঘটনায় অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের ধারণ।
বিষয়টির সত্যতা স্বীকার করে বারহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় ওয়ার্ড সদস্য ছালিক আহমদ চৌধুরী বলেন, স্ত্রী সন্তানকে বাড়িতে আনতে না পারায় আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
অপরদিকে রোববার (১০ আগস্ট) রাত ১১ টার দিকে স্বামীর উপর অভিমান করে চার সন্তানে জননী রিপা বেগম (৩৫) বিষ জাতীয় দ্রব্য খেয়ে আত্মহত্যা করে। তাৎক্ষণিক তাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত রিপা বেগম জকিগঞ্জ সদর ইউনিয়নের বাখরশাল গ্রামের আলী হোসেনের স্ত্রী ও একই উপজেলার খলাছড়া ইউনিয়নের বেউর গ্রামের আবুল কালামের মেয়ে।
এলাকার একাধিক ব্যক্তি জানান, নিহত রিপা বেগম অত্যন্ত সুন্দর ব্যবহারের অধিকারী ছিলেন। তবে তার স্বামী আলী হোসেন নেশাগ্রস্ত ছিল। সে মিস্ত্রি কাজ করে জীবিকা নির্বাহ করলেও গাজার প্রতি আসক্ত ছিল। পরিবারের কারো সাথেই তার বনিবনা ঠিক মতো ছিলনা। তাদের পারিবারিক ঝামেলায় নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদেও বৈঠক হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এস.এম. আব্দুল আহাদ জানান, রোববার রাত ১১টার দিকে রিপা বেগমকে হাসপাতালে নিয়ে আসা হয়। কি কারণে সে মারা গেছে তা জানা যায়নি।
তবে দু’জনের আত্মহত্যার বিষয়টি স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, আমরা লাশ দু’টি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদ তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। তন্মধ্যে রিপা বেগমের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আর রুবেল আহমদ এখনো মর্গে রয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে প্রাপ্ত সংবাদে একজন স্বামীর উপর এবং অপরজন স্ত্রীর উপর অভিমান করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট