1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটের নবাগত জেলা প্রশাসক মো: সারওয়ার আলমের নিকট অনেক প্রত্যাশা জকিগঞ্জবাসীর জকিগঞ্জে শাহ্ মো: ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন জকিগঞ্জ সংবাদ-এর ১৪ বছরে পদার্পণ নিরপেক্ষতায় অবিচল থাকার প্রতিশ্রুতি জকিগঞ্জী চাচার খোলা চিঠি জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের মানবিক উদ্যোগ: জকিগঞ্জ-কানাইঘাটে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে উপচে পড়া ভিড় জকিগঞ্জের দুই গুণী ব্যক্তির মৃত‍্যুতে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের শোক প্রকাশ অস্ট্রেলিয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা জকিগঞ্জের দুই শীর্ষ আলেমের জীবন ও কর্মের উপর স্মারকগ্রন্থ প্রকাশে ব্যাপক প্রস্তুতি গ্রহণ নিঃশব্দেই চলে গেলেন সমাজসেবী ও শিক্ষানুরাগী ড. ছদিওল এম.এস.ইকবাল: জানাজা ও দাফন সম্পন্ন ১৪ বছরে জকিগঞ্জ সংবাদ: কিছু কথা, কিছু স্মৃতি

সাংবাদিক এনামুল হক মুন্নার পিতা সাবেক শিক্ষক ফজলুর রহমানের ইন্তেকাল: দাফন সম্পন্ন

মোঃ ইউনুছ আলী
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্নার পিতা সাবেক শিক্ষক ফজলুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।
রোববার (২৪ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের সময় জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব, সহকর্মী ও গুণগ্রাহী রেখে যান।
একই দিন বিকেল সাড়ে তিনটায় নিজ বাড়ির পার্শ্ববর্তী জনতা বাজার জামে মসজিদের সামনে অসংখ্য মানুষের উপস্থিতিতে তাঁর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় ইমামতি করেন সোনাপুর মাজহারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফজলুর রহমান সিঙ্গাইরকুঁড়ি।
জানাজায় অংশ নেন- জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আবুল হাসান, বীরশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম চৌধুরী পানু, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুসব্বির, জকিগঞ্জ প্রেসক্লাবের প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক কেএম মামুন, ক্রীড়া, সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক মাসুদ তরফদার, দৈনিক ইত্তেফাকের দক্ষিণ সুরমা প্রতিনিধি আহসান হাবিব, জকিগঞ্জ বনফুলের মালিক কাজী শিহাব আহমদ, উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, উপজেলা বিএনপির সহ সভাপতি জামাল আহমদ, জামায়াত নেতা আজিজুর রহমান মেম্বার, জকিগঞ্জ সাংস্কৃতিক অঙ্গনের সভাপতি বেলাল আহমদ, বীরশ্রী সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধি স্পেন প্রবাসী জয়নাল আবেদিন, সহ সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।
জানা যায়, কর্মজীবনে মরহুম ফজলুর রহমান জকিগঞ্জের হাইল ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং দীর্ঘদিন সৌদি আরবেও ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি স্থানীয় জনতা বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। গত সপ্তাহ দেড়েক আগে হার্ট এ্যাটাক ও স্ট্রোক করলে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে দীর্ঘ প্রায় এক সাপ্তাহ আইসিইউতে রাখার পর কোন উন্নতি না হওয়ায় চিকিৎসকের পরামর্শে বাড়িতে নিয়ে আসা হয়। প্রায় এক সাপ্তাহ বাড়িতে শয্যাশায়ী থাকার পর অবশেষে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে দৈনিক কালবেলা, দৈনিক একাত্তরের কথা ও জকিগঞ্জ বার্তার সম্পাদক এনামুল হক মুন্নার পিতা মরহুম ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জকিগঞ্জ প্রেসক্লাব ও জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের দায়িত্বশীলরা। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জকিগঞ্জ প্রেসক্লাবের শোক :
জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এনামুল হক মুন্নার পিতা হাইল ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সুপ্রাকান্দি গ্রামের কৃতি সন্তান মাস্টার ফজলুর রহমান ইন্তেকালে জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান- মাস্টার ফজলুর রহমান ছিলেন একজন আদর্শবান শিক্ষক ও সমাজসেবক। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে অম্লান হয়ে আছেন। সমাজ উন্নয়নেও ছিল তাঁর বিশেষ অবদান। তাঁর মৃত্যুতে জকিগঞ্জবাসী এক নিবেদিতপ্রাণ মানুষকে হারাল। প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক জ্ঞাপনকারীরা হলেন- জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এখলাছুর রহমান, সহ-সভাপতি রহমত আলী হেলালী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর, কোষাধ্যক্ষ আল হাছিব তাপাদার, ক্রীড়া, সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক সীমান্ত তরফদার মাসুদ, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক কে. এম. মামুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিপন আহমদ, নির্বাহী সদস্য এম. এ. মালেক চৌধুরী মকু, নির্বাহী সদস্য অধ্যক্ষ আল মামুন, মোঃ ইউনুছ আলী, মাসুম খান, অপূর্ব পাল, আহমেদুল হক চৌধুরী বেলাল, আবু বক্কর ফয়ছল ও ওমর ফারুক প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট