জকিগঞ্জে পানিতে ডুবে মারজান আহমদ নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকাল ২ ঘটিকার দিকে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের বালাউট (কাজলসার) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত মারজান আহমদ কাজলসার গ্রামের সাব্বির আহমদের ছেলে।
জানা গেছে, সোমবার দুপুরে শিশু মারজান আহমদ দাদীর কোল থেকে নেমে খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে জকিগঞ্জ উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারজান আহমদকে মৃত ঘোষণা করেন। বিষয়টির সত্যতা স্বীকার করেন জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এস.এম. আব্দুল আহাদ।
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়। জকিগঞ্জ থানার এসআই ইমতিয়াজ ঘটনাস্থলে রয়েছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
Leave a Reply