1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে গুজব ছড়ানোয় নেই জবাবদিহি: গুজবকারীদের বিরুদ্ধে কঠোর হওয়া উচিত কুরআনমুখী প্রজন্ম গঠনে নাজাত ফাউন্ডেশনের ভূমিকা অনন্য–মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী দেশজুড়ে নতুন করে আলোচনায় জকিগঞ্জের সন্তান চিত্রনায়ক সালমান শাহ ইছামতি ডিগ্রি কলেজে তালামীযে ইসলামিয়ার নবীন বরণ ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীরা সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে–ভিপি মাহবুবুল হক চৌধুরী জকিগঞ্জে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জান্নাতুল ফেরদৌস মুন্নী: নুমান উদ্দিন হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্ট-এর মেধাবৃত্তি পরীক্ষা ২১ ও ২২ নভেম্বর জকিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু জকিগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সিলেট-৫ আসনে ভোটার বেড়েছে ৭ হাজার ৬৫৭ জন

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার ও ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা অনুযায়ী সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে অন্যান্য আসনের তুলনায় ভোটার বেড়েছে সবচেয়ে কম। এ আসনে নতুন করে যুক্ত হয়েছেন ৭ হাজার ৬৫৭ জন ভোটার।

বর্তমানে সিলেট-৫ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৯ হাজার ৯৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার ৬৬৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ২৮৯ জন। এ আসনে কোনো তৃতীয় লিঙ্গের ভোটার নেই।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোটার ছিলেন ৪ লাখ ২ হাজার ২৯৯ জন। অর্থাৎ এবারের তালিকায় ভোটার বেড়েছে সবার কম-৭ হাজার ৬৫৭ জন।
সিলেট-৫ আসনের মধ্যে জকিগঞ্জ উপজেলায় একটি পৌরসভা ও ৯ টি ইউনিয়নসহ এখানে মোট পুরুষ ভোটার রয়েছেন ৯৮ হাজার ৭৮৫ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৯১ হাজার ৪৬৭ জন। এ উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৭৭টি এবং মোট ভোটকক্ষ রয়েছে ৪২৬টি।
এছাড়া কানাইঘাট উপজেলায় একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নসহ এখানে পুরুষ ভোটার রয়েছেন ১ লক্ষ ১২ হাজার ৮৮২ জন এবং মহিলা ভোটার রয়েছেন ১ লক্ষ ৬ হাজার ৮২২ জন। এ উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৮১ টি এবং মোট ভোটকক্ষ রয়েছে ৪৫৬টি।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে দুইটি পৌরসভাসহ ১৫৮ ভোটকেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ রয়েছে ৮৩১টি এবং অস্থায়ী কক্ষ থাকবে ৫১টি ভোটকক্ষ।
সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকার বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার যে কেউ আপত্তি বা দাবি জানাতে পারবেন। এরপর এটি নিয়ে শুনানি হবে। শুনানির পরে অক্টোবর মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট