সিলেটের জকিগঞ্জে ১৩ হাজার ৬০০ টাকার ভারতীয় অবৈধ নাসির বিড়ি ও স্পেশাল দূর্গা বিড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের চানপুর (সুইচ গেইট) চৌরাস্তা থেকে তাকে আটক করা হয়।
আটক নাসির উদ্দিন (৪৩) জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের নিয়াগুল গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার এস আই অপু সরকার একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে চানপুর এলাকা সুইচ গেইটের উত্তর পাশের চার রাস্তার নিকট থেকে নাছির উদ্দিনকে আটক করেন। এ সময় বিক্রি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতীয় সেখ নাসির উদ্দিন বিড়ি ৪ হাজার শলাকা ও ভারতীয় স্পেশাল দূর্গা বিড়ি ২ হাজার ৮০০ শলাকা সর্বমোট ৬ হাজার ৮০০ শলাকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৩ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জকিগঞ্জ থানার মামলা নং-৯, তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, আটক নাছির উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply