সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন সন্তানের জন্ম দিয়েছেন ঊষা বিশ্বাস (২৪) নামের এক নারী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সন্তান প্রসবকক্ষে এই তিন নবজাতকের জন্ম হয়।
এক সাথে তিন সন্তান জন্মদাতা ঊষা বিশ্বাস জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের গন্ডারগড় গ্রামের ভুলন বিশ্বাসের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পার্থ সারথি ভট্টাচার্যের তত্ত্বাবধানে সফলভাবে এই ডেলিভারিটি সম্পন্ন করেন এসএসএন প্রমিলা সরেন ও এসএসএন রেহানা পারভীন। তিনটি সন্তানের মধ্যে ১ জন ছেলে ও ২ জন মেয়ে রয়েছেন। বাচ্চা তিন জনের ওজন ২০০০ গ্রামের কাছাকাছি ছিল।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ জানান, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য খবরটি আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত। এক সাথে তিন সন্তান স্বাভাবিক প্রসব এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রথম অর্জন। পাশাপাশি মা ও তিন নবজাতকই সুস্থ থাকাটাও সৃষ্টি কর্তার মেহেরবানী।
তিনি আরও বলেন, “প্রতি মাসে আমাদের হাসপাতালে অর্ধশতাধিক নরমাল ডেলিভারি সম্পন্ন হয়ে থাকে। তবে সিজারিয়ান অপারেশনের প্রয়োজন হলে সরঞ্জামের ঘাটতির কারণে আমরা রোগী সিলেটে প্রেরণ করি।”
Leave a Reply