স্কাউটের মূলমন্ত্রে দীক্ষিত হয়ে নিজেকে আত্মপ্রত্যয়ী, পরোপকারী, আত্মনির্ভরশীল ও দেশপ্রেমিক হওয়ার অঙ্গীকারে স্কাউট কাবদের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে ২০২৪ সালে সিলেটের জকিগঞ্জে স্কাউটের সর্বোচ্চ পদক ‘শাপলা কাপ অ্যাওয়ার্ড’ পেল ৮ জন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) একপত্রে বাংলাদেশ স্কাউটসের পরিচালক (প্রোগ্রাম) মোসা. মাহফুজা পারভীন এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী জকিগঞ্জ উপজেলার শাপলা কাপ অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলো- বড়বন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব ইউনিটের আবিদ মাহমুদ রিমন, আরাফাত হোসেন, ইছামতি (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব ইউনিটের আয়শা জান্নাত চৌধুরী রুবা, জান্নাতুল মাওয়া নাজাত, রাহি আহমদ চৌধুরী, তাহিয়া ইসলাম, মুলিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব ইউনিটের বিচিত্র রায় ও অনুরাধা সরকার।
শাপলা কাপ অ্যাওয়ার্ড প্রাপ্তদের অনেকে জানান, ‘যথাসাধ্য চেষ্টা করিবো’ এ মূলমন্ত্রে দীক্ষিত হয়ে কাবিং কার্যক্রম, মানবিক, সামাজিক ও পরিবেশ রক্ষায় অবদানের জন্য আমরা শাপলা কাব অ্যাওয়ার্ড পেয়েছি। লেখাপড়ার পাশাপাশি কাব স্কাউটের মাধ্যমে বাগান পরিচর্যা, বৃক্ষরোপণ, মানুষের সেবা করা, ডেঙ্গু প্রতিরোধ, বাল্যবিয়ে বিরোধী প্রচারণাসহ সমাজ সেবামূলক কার্যক্রমে আমরা অনুপ্রাণিত হয়েছি।
উপজেলা কাব লিডার বদরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- আমি অত্যন্ত আনন্দিত আমাদের জকিগঞ্জ উপজেলার ৩টি কাব ইউনিটের ৮ জন কোমলমতি শিক্ষার্থী জাতীয় পর্যায় শাপলা কাপ অ্যাওয়ার্ড পেয়েছে। জকিগঞ্জ উপজেলা এবার সিলেট জেলার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
উপজেলা কাব লিডার হিসেবে এ কাজে যারা আমাকে সহযোগিতা করেছেন বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়, সিলেট জেলা কাব লিডার, উপজেলা স্কাউট কমিশনার, সম্পাদক, সংশ্লিষ্ট ইউনিটের প্রধান শিক্ষক, কাব লিডারবৃন্দ, অভিভাবকবৃন্দ সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি অভিনন্দন জানাই শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের।
তিনি আরও জানান, শাপলা কাব বিজয়ীরা মাননীয় প্রধান উপদেষ্টা/ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে শাপলা অ্যাওয়ার্ড গ্রহণ করবেন।
Leave a Reply