1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ধানক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার: রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ জকিগঞ্জের আবুল হোসাইন ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে সম্মাননা লাভ জকিগঞ্জের শাহবাগ হাইস্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ সম্পন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমাদের সতর্ক থাকা উচিত সুরমা-কুশিয়ারার নদীর ভাঙনে জরুরি মেরামত কাজ: অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ছয়দফা দাবিতে জকিগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জকিগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাঁচ দফা দাবিতে জকিগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জকিগঞ্জের তৌহিদা’র বিডিএস ডিগ্রী অর্জন এমবিবিএস কোর্স সম্পন্ন করলেন জকিগঞ্জের রাহিন আহমদ চৌধুরী

জকিগঞ্জে সুপারী ব্যবসায়ীকে অপহরণ করে সাড়ে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি : বিশ হাজার টাকা মুক্তিপণে উদ্ধার

মোঃ ইউনুছ আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের ধলিগাঁও (চান্দ্রশ্রীকোনা) গ্রামের জাবের আহমদ (২৭) নামের এক সুপারী ব্যবসায়ীকে অপহরণের পর সাড়ে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি’র অভিযোগ করে পরিবারের লোকজন। এ ঘটনার ৫ দিনের মাথায় শনিবার (২৭ সেপ্টেম্বর) ২০ হাজার টাকা মুক্তিপণে সিলেট নগরীর কুমারগাঁও বাসস্টেশন থেকে তাকে উদ্ধার করার খবর পাওয়া গেছে। তবে বিষয়টি অনেকটা রহস্যজন মনে করছেন এলাকার সচেতন মহলের অনেকে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় সুপারী ব্যবসায়ী জাবের আহমদ স্থানীয় ঈদগাহ বাজারের থেকে বাবুর বাজারে সুপারী কিনার উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন চরম উদ্বেগ উৎকন্ঠায় থাকাবস্থায় বুধবার (২৪ সেপ্টেম্বর) ৩টা ৩০ মিনিটের সময় অপরিচিত ইমো নাম্বারে জাবেরের পরিবারের নিকট কল দিয়ে সাড়ে ৩ লক্ষ টাকা মুক্তিপণের দাবি করে। তখন সত্যতা নিশ্চিত হওয়ার জন্য জাবেরের মা নিখোঁজ জাবেরকে দেখাতে বলেন। এ সময় অপহরণকারীরা মাত্র পাঁচ সেকেন্ডের জন্য জাবেরকে হাত ও মুখ বাঁধা অবস্থায় দেখায়। তখন অপহরণকারীরা বিকাল ৫ ঘটিকার ভিতরে টাকার ব্যবস্থা করে না দিলে জাবেরকে মেরে ফেলার কথা জানিয়ে কল কেটে দেয়। বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় অপহরণকারীরা পুনরায় কল দিলে জাবেরের মামী ফোন রিসিভ করেন। তখন অপহরণকারীরা টাকার ব্যবস্থা হয়েছে কিনা জিজ্ঞাসা করে? এ সময় জাবেরের মামী কৌশলে বলেন, টাকা ব্যবস্থা হয়েছে কিভাবে দিব? তখন নিখোঁজ জাবেরের সাথে থাকা মোবাইল নাম্বারে বিকাশ করার জন্য ওরা বলে। তখন পরিবারের পক্ষ থেকে এই নাম্বারে টাকা দিতে অস্বীকৃতি জানালে কল বিচ্ছিন্ন করে ফেলে। পরে ২০ হাজার টাকা পাঠালে অপহরণকারীরা ছেড়ে দেয় বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে অপহরণের শিকার সুপারী ব্যবসায়ী জাবের আহমদ বলেন, আমার মাধ্যমে সুপারী ক্রয় করার প্রলোভন দেখিয়ে কয়েকজন লোক একটি গাড়িতে তুলে নিয়ে যায়। গাড়িতে তোলার পর থেকে আমি অজ্ঞান ছিলাম। তারা আমাকে কখন, কোথায় নিয়ে গেছে তা বলতে পারবোনা। তারা সেখানে আমাকে খাবার দিলেও টাকার জন্য নির্যাতন করেছে। আমার পায়ে মারাত্মক আঘাত রয়েছে। পরবর্তীতে আমার পরিবারের সাথে ওরা যোগাযোগ করে সিলেট কুমারগাঁও বাসস্টেশনে নিয়ে ফেলে আসে। আমি সেখান থেকে আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করে বাড়ি ফিরেছি।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, অপহরণ বা মুক্তিপণের বিষয়ে পুলিশ অবগত নয়। তবে নিখোঁজের বিষয়ে জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট