জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ সুনাম উদ্দিন (৩৪)-এর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের পশ্চিম জামডহর এলাকার কুশিয়ারা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সুনাম উদ্দিন জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের পশ্চিম জামডহর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত ছকিন আলীর ছেলে।
জানা যায়, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশে কুশিয়ারা নদীতে গোসল করতে যান সুনাম উদ্দিন। এরপর থেকে তিনি নিখোঁজ হয়ে যান। পরিবারের লোকজন কুশিয়ারা নদীসহ অনেক স্থানে খোজাখুজি করে না পেয়ে জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেন। কিন্তু কিছুতেই তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে রোববার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে তার লাশ বাড়ির পার্শ্ববর্তী কুশিয়ারা নদীতে ভেসে উঠলে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে জানাজা ও দাফন কাফন করেন।
Leave a Reply