জকিগঞ্জে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় হারুনুর রশীদ (৫৬) নামের এক কাঠমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পরিবারের সদস্যরা ঘরের দরজা খোলে ছাদের সাথে ওড়না পেচানো ঝুলন্ত লাশ দেখতে পান।
নিহত হারুনুর রশীদ জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের শরীফগঞ্জ এলাকার আনন্দপুর গ্রামের মৃত আকদ্দস আলীর ছেলে। তিনি স্থানীয় শরীফগঞ্জ বাজারে ফার্ণিচার ব্যবসা ও কাঠমিস্ত্রীর কাজ করতেন।
পুলিশ জানায়, হারুনুর রশীদের দু’জন স্ত্রী রয়েছেন। বড় স্ত্রী পৃথক একটি ঘরে সন্তানদের নিয়ে থাকেন। ছোট স্ত্রী ও সন্তানদের নিয়ে হারুন একই ঘরে থাকতেন। গত ২/৩ দিন পূর্বে ছোট স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। একারণে তিনি ঘরে একাই ছিলেন। বুধবার দিবাগত রাত ১০ টার দিকে তিনি খাওয়া দাওয়া শেষ করে নিজ কক্ষে যান। বৃহস্পতিবার সকালে বড় স্ত্রী ও সন্তানরা এসে ডাকাডাকি করে কোন উত্তর না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান। পরে জকিগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, হারুনুর রশীদ কয়েক মাস আগে কিছুটা মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তবে বিগত কয়েক মাস থেকে তিনি সুস্থ ছিলেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ সরেজমিন গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে লাশ পাঠানো হচ্ছে। মেডিক্যাল প্রতিবেদনের আলোকে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply