কেউ বলেছেন ক্লুলেস হত্যা, চুরি-ডাকাতি ও মাদক বেড়ে যাওয়ার কথা, কেউবা তুলে ধরেছেন কিশোর গ্যাং, ইভটিজিং বা ট্রাফিক ব্যবস্থার কথা, অনেকেই আবার তুলে ধরেছেন পুলিশের দুর্বলতার কথা।
সিলেটের জকিগঞ্জ থানার সার্বিক আইন-শৃংখলা বিষয়ে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান কাছে এভাবেই নিজ নিজ বক্তব্য তুলে ধরেছেন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিক সমাজের শীর্ষ ব্যক্তিবর্গ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সিলেট জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় জকিগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃংখলা উন্নয়নের বিষয়ে এভাবেই বক্তারা নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন।
সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান-এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) মোঃ মফিজুল ইসলাম ও জকিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আকরাম আলী, হাফসা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল খালেদ মুহিউদ্দিন আজাদ, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান আহমদ, কসকনকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, জকিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি ছরওয়ার হোসেন, উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, সহ সেক্রেটারি মোঃ খায়রুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জাওয়াদুর রহমান, সহ সভাপতি মাওলানা বিলাল আহমদ ইমরান, জকিগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি রহমত আলী হেলালী, উপজেলা হেফাজতে ইসলামের সহ সভাপতি মাওলানা মুফতি মাসউদ আহমদ, মাওলানা আব্দুস সালাম, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হেকিম শিহাব উদ্দিন, সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, পৌর শাখার সেক্রেটারি মোঃ ইজ্জাদ, উপজেলা গণঅধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হুদা লস্কর, মোঃ আব্দুল হামিদ চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু ওমর জুবের, হাবিবুর রহমান, আব্দুল গণী, জকিগঞ্জ পুজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, জকিগঞ্জ ইমাম সমিতির সেক্রেটারি মাওলানা মোঃ আবুল কালাম আজাদ, হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ কুতবুল আলম, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শাব্বির আহমদ, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহীদ তাপাদার, সাংবাদিক আহসান হাবিব লায়েক, জমিয়ত নেতা শামসুদ্দীন মোঃ জাকারিয়া, প্রধান শিক্ষক মোঃ এখলাছ উদ্দিন ও মোহাম্মদ আব্দুল হামিদ প্রমূখ।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জকিগঞ্জে মাদক নির্মূল, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও চুরি-ডাকাতি সহ সব ধরণের অপরাধ দমনে অতিতের চেয়েও পুলিশের তৎপরতা বৃদ্ধির কথা জানান। পাশাপাশি চলতি মাসের কালিগঞ্জ বাজারের নিরীহ ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যার তদন্তে অনেক অগ্রগতি হয়েছে জানিয়ে বলেন-পুলিশ তদন্তের স্বার্থে আগেভাগে অনেক কিছু বলতে পারেনা। তদন্তের স্বার্থে আমরা অনেক গোপনীয়তা রক্ষা করতে হয়। তবে এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনে আপনাদের চেয়েও আমরা আরও বেশী তৎপর রয়েছি। আমি বিষয়টি সরকারি তদারকি করছি। তাই সবাইকে এ বিষয়ে ধর্য্য ধরার অনুরোধ রইল। এছাড়াও নির্বাচন যথাযথ সময়ে অনুষ্ঠিত হবে। কারো কথায় বা কোন কারণে রাজনৈতিক নেতৃবৃন্দ হতাশ হবেন না।
Leave a Reply