ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী, শিক্ষানুরাগী ও শিল্পপতি ফাহিম আল্ চৌধুরী বলেছেন- “শিক্ষার্থীরাই আগামী দিনের আলো, শিক্ষার্থীরাই গড়বে আগামী দিনের নতুন বাংলাদেশ। শিক্ষার্থীদের চোখে দেখি স্বপ্নের রং, শিক্ষার্থীদের হাসিতে দেখি ভবিষ্যতের আশার দীপ্তি। খেলাধুলা শিখায় শৃঙ্খলা আর পরিশ্রম এবং শিক্ষা শিখায় মানুষ হওয়ার পথ। জীবনের আসল প্রতিযোগিতা কারো সঙ্গে নয়, এটা হলো নিজের সঙ্গে প্রতিদিন নিজের ভিতরে মানুষটাকে আগের চেয়ে একটু ভালো করাই আসল জয়। জয় মানে অন্যকে হারানো নয়, জয় মানে নিজকে জয় করা। তোমার প্রতিদ্বন্দ্বী হলো, তোমার গতকালকের তুমি। আর প্রতিদিন নিজকে একটু একটু করে উন্নত করাই হলো জীবনের আসল বিজয়।
তিনি আরও বলেন, আল্লাহ ঠিক করে দেন তুমি কত বড় হবে, কিন্তু তুমি ঠিক করবে তুমি কত ভালো করবে। বড় মানুষ হওয়া সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া সব চাইতে কঠিন। আর সেটাই হলো সত্যিকারের গৌরব। জ্ঞান তোমাকে শক্তি দেবে, কিন্তু বিনয় তোমাকে আলোকিত করবে। সবচেয়ে বড় জয় হলো অন্যকে ভালোবাসা, ক্ষমা করা, সম্মান করা, কাউকে কষ্ট না দেয়া।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে জকিগঞ্জ উপজেলার জিএমসি একাডেমি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্কুলের এডহক কমিটির সভাপতি ও উপজেলা প্রকৌশলী এসএম মজিবর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক কাওছার আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন নবম শ্রেণির ছাত্র শাফায়েত আহমদ সিফাত ও গীতা পাঠ করেন নবম শ্রেণির ছাত্র গোবিন্দ্র রায়।
স্কুলের দশম শ্রেণির ছাত্রী শাবনূর ও তার দলের সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সূচিত এ অনুষ্ঠানের প্রারম্ভে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু রায়হান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কবি কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. শাহাদাত হোসেন চৌধুরী, ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সমাজসেবী ও শিক্ষানুরাগী এটিএম সেলিম চৌধুরী, ট্রাস্টের সচিব ও মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ, মানিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন রাজনীতিবীদ আলহাজ্ব চেরাগ আলী, মাওলানা জামিল আহমদ, সমাজসেবী আহমদ মনসুর আলম, আবুল কাশেম খান, সোনাসার মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়ছল আহমদ, জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সাবেক শিক্ষক শিতাংশু বিশ্বাস, শিক্ষক শিহাব উদ্দিন,
গোটারগ্রাম ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল ফজল মুন্না, বিশিষ্ট মুরব্বী আব্দুল মজিদ চৌধুরী ও সংগঠক সামাদুর রেজা চৌধুরী।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণীর ছাত্র আনোয়ার হোসেন, দশম শ্রেণীর ছাত্রী আনিছা তাহসিন তুলি, নবম শ্রেণীর আদনান বিন শাহীন, সৈয়দা আরিফা, অষ্টম শ্রেণীর মোয়াজ আবেদীন চৌধুরী ও অষ্টম শ্রেণীর ছাত্রী মার্জিয়া আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এটিএম সেলিম চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে জিএমসি একাডেমি স্কুল এন্ড কলেজের জন্য একটি সুবিশাল ও মনোরম অডিটোরিয়াম করে দেয়ার ঘোষণা দেন।
Leave a Reply