1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে শাহ মোঃ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট জকিগঞ্জ-শেওলা ভাঙা সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন করলেন এলাকাবাসী জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনে সভা অনুষ্ঠিত জকিগঞ্জ পৌরসভা কেমিস্ট সমিতির নির্বাচন সম্পন্ন ভারতে কারাভোগ শেষে তামাবিল ইমিগ্রেশন দিয়ে জকিগঞ্জ-কানাইঘাটের পাঁচ যুবক দেশে ফিরলেন প্রকৃতিতে শীতের আমেজ: যথাযথ সময়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান জকিগঞ্জে ইসলামী ছাত্র মজলিসের দিনব্যাপী কর্মী শিক্ষাসভা অনুষ্ঠিত জকিগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে রেখে এমপি প্রার্থী চাকসু মামুনের উঠান বৈঠক অনুষ্ঠিত শাহ মোঃ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্টের এক যুগে পদার্পন অনুষ্ঠান ১৫ ফেব্রুয়ারি জকিগঞ্জ পৌর কৃষকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত

জকিগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে শাহ মোঃ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

জকিগঞ্জে শাহ মোঃ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্টের এক যুগে পদার্পন উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উন্নত মানের স্কুল ব্যাগ, নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে জকিগঞ্জ উপজেলার শাহগলী বাজারস্থ বারহাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১নং বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী’র সভাপতিত্বে ও ট্রাস্টের নির্বাহী সদস্য ছদিওল হোসাইন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাসুদ আহমদ ও ইসলামি সংগীত পরিবেশন করে শিক্ষার্থী ফখরুদ্দিন আহমদ মাহী।
ট্রাস্টের সচিব ডা: ছাদিক আহমদ তাপাদারের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচীত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশীদ চাকসু মামুন।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজাদ উদ্দিন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট নিজাম উদ্দিন, কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, জকিগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত কাউন্সিলর রিপন আহমদ, বারহাল ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ফয়জুল ইসলাম চৌধুরী, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী, শাহ মোঃ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট এর সহসভাপতি রওশন আরা বেগম, জকিগঞ্জ প্রেসক্লাব-এর সহ সভাপতি এখলাছুর রহমান, জকিগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক মাসুক আহমদ, জকিগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুস শাকুর, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামছুল ইসলাম লেইছ, জকিগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহবায়ক মঞ্জুর আহমদ, জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শামীম আহমদ, ১নং বারহাল ইউনিয়ন বিএনপি সভাপতি বাবরুল হোসেন তাপাদার, সাধারণ সম্পাদক ছালিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুল হক খান, সিলেট মহানগর যুবদলের নজরুল ইসলাম প্রধান, জকিগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক জয়নুল হক, বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ চৌধুরী, শাহবাগ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বশির আহমদ, কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এখলাছুর রহমান শিকদার, মধ্যখিলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, সিলেট জেলা যুবদলের সহসভাপতি মশিউজ্জামান চৌধুরী শাহিন, জকিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, ইউপি সদস্য ফয়জুল ইসলাম তালুকদার, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা সাবেক প্রচার সম্পাদক মাওলানা ছালেহ আহমেদ, বিশিষ্ট সমাজসেবী নাজমুল ইসলাম, শাহ মোঃ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্টের নির্বাহী সদস্য হোসাইন আহমদ, জাছিম আহমদ, এম এ রউফ সাহেদ, শাহবাগ জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক কামাল আহমদ, শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বারহাল ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বারহাল ছাত্র পরিষদের দায়িত্বশীলরা, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা- জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের শাহবাগ মুহিদপুর মসজিদ ওয়ালা বাড়ির সন্তান শাহ মো: ফয়ছল চৌধুরী সম্পর্কে ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজে অনেক সম্পদশালী রয়েছেন কিন্তু ফয়ছল চৌধুরীর মতো মানবিক মানুষ সমাজে কম পাওয়া যায়। তিনি প্রবাস জীবনের অক্লান্ত পরিশ্রমের অর্থ দিয়ে ট্রাস্ট গঠন করে সমাজের অবহেলিত মানুষদের মুখে হাসি ফুটাচ্ছেন। বক্তরা বলেন, আজকের অনুষ্ঠান থেকে অনুমান করা যায় ফয়ছল চৌধুরী কত বড় মনের মানুষ। বারহাল ইউনিয়নের শিক্ষার্থীদের উন্নত স্কুল ব্যাগ দেওয়ার পাশাপাশি নগদ অর্থ ও সনদপত্র প্রদান করছেন তিনি। এতে শিক্ষার্থীরা উৎসাহিত হয়ে বড় হয়ে মানবিক ফয়ছল চৌধুরীর মতো মানুষ হওয়ার স্বপ্ন দেখবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা অতিথিবৃন্দের হাত থেকে স্কুল ব্যাগ, নগদ অর্থ ও সনদপত্র গ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান-এর পক্ষ থেকে আগত অতিথিদের উত্তরীয় ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট