1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ধানের শীষ প্রতীক না দিলে আত্মহত্যার হুমকি বিএনপি নেতা আলহাজ্ব চেরাগ আলীর! ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি জকিগঞ্জ সীমান্তে বিজিবির হাতে অর্ধ কোটি টাকার ইয়াবা জব্দ জকিগঞ্জে বিএনপি নেতা আব্দুল বাছিত স্মরণে শোকসভা অনুষ্ঠিত জকিগঞ্জে মাদকের ভয়াবহ বিস্তার: তরুণ প্রজন্মকে ইসলামী অনুশাসনে উদ্বুদ্ধ করতে হবে জকিগঞ্জের গোলাম রাব্বানী শাবিপ্রবির প্রভাষক হিসাবে যোগদান জকিগঞ্জের প্রবাসী ঐক্য ফোরাম, চৌধুরী বাজার-এর নতুন কমিটি গঠিত জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি: রিমান্ডে দায় স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তিন ডাকাত বেগম রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতাল : এক মহৎ গল্পের প্রয়াস-মুহাম্মদ মামুনুর রশীদ জকিগঞ্জে হযরত খাদিমানী ছাহেব (রহ.) ২৯তম ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

সিলেটে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী, শিক্ষানুরাগী ও শিল্পপতি ফাহিম আল্ চৌধুরী প্রতিষ্ঠিত “ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট”-এর মেধাবৃত্তি পরীক্ষাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ২১ ও ২২ নভেম্বর জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের পরচক মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়, শাহবাগ স্কুল এন্ড কলেজ ও শাহগলী বাজারস্থ বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পৃথক ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত এ মেধাবৃত্তি পরীক্ষায় জকিগঞ্জ-কানাইঘাট উপজেলার প্রাথমিক স্তরের ২৫৩টি ও মাধ্যমিক স্তরের ৯০টি সর্বমোট ৩৪৩টি স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করছে। ২১ নভেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত এবং ২২ নভেম্বর শনিবার সকাল ১১ ঘটিকা থেকে বেলা ২ ঘটিকা পর্যন্ত পরীক্ষা চলবে। ইতিমধ্যে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, বিতরণ, পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশের বিষয়ে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হয়েছে। তিনটি পরীক্ষা কেন্দ্র বর্ণিল সাজে সাজানো হয়েছে। গেইট, তোরণ, ব্যানার, বিলবোর্ড ও ফেস্টুন দিয়ে পুরো এলাকা সাজানো হয়েছে। নিয়ে আসা হয়েছে কোটি টাকা মূল্যের পাঁচ হাজার উন্নত মানের স্মার্ট স্কুল ব্যাগ ও দশ হাজার প্যাকেট স্বাস্থ্য সম্মত খাবার।

জানা যায়, শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও সহযোগিতা প্রদান এবং প্রতিভাবান শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের উন্নত শিক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট প্রতি বছর এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীদেরকে একটি উন্নত মানের স্মার্ট স্কুল ব্যাগ এবং শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের জন্য পানি, কেক, বিস্কুট সহ উন্নত ও স্বাস্থ্য সম্মত খাবার প্যাকেট প্রদান করা হয়। মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কৃত করা হয়। ১০০ নাম্বারের ভিত্তিতে অনুষ্ঠিত এ মেধাবৃত্তি পরীক্ষায় ৮০ ও তদুর্ধ্ব নম্বর প্রাপ্তদের এককালীন ২ হাজার ৫০০ টাকা, ৭০-৭৯ নম্বর প্রাপ্তদের এককালীন ২ হাজার টাকা, ৬০-৬৯ নম্বর প্রাপ্তদের এককালীন ১ হাজার ৫০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়। প্রতি শ্রেণিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩ জন করে মোট ২৪ জন শিক্ষার্থীকে উন্নতমানের কম্পিউটার ট্যাব প্রদান, ২৪ জনের মধ্য থেকে বিশেষ যাচাইয়ের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৩ জন করে মোট ৬ জন শিক্ষার্থীকে পিতা-মাতাসহ বিশেষ পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান, সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত প্রাথমিক স্তরের ১০টি ও মাধ্যমিক স্তরের ১০টি করে প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিশেষ আকর্ষণ হিসেবে প্রতি বছর অবসরে যাওয়া জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সকল শিক্ষক ও কর্মচারীকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করে থাকে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট।
ট্রাস্টের সচিব ও মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ জানান, জকিগঞ্জ উপজেলার শাহবাগ মুহিদপুর মসজিদ ওয়ালা বাড়ির সন্তান যুক্তরাজ্য প্রবাসী মানবিক ব্যক্তিত্ব ফাহিম আল্ চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে গত দুই দশকেরও অধিক সময় ধরে মানবিক সেবা, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ এবং মানুষের পাঁশে দাঁড়িয়ে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২০০২ সাল থেকে কোন সরকারি বা বেসরকারী অনুদান ছাড়াই সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে তিনি কাজ করে যাচ্ছেন। প্রবাসে অবস্থান করলেও তাঁর হৃদয় জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের জন্যই স্পন্দিত হয়। এলাকার উন্নয়ন ও শিক্ষায় স্থায়ী অবদান রাখার জন্য তিনি ১০ কোটি টাকা ট্রাস্টে প্রদান করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আজ এলাকার দানবীর ও মানবতার বাতিঘর হিসাবে পরিচিত। তাঁর এই মহৎ উদ্যোগে দেশের হাজার হাজার পরিবার নতুন আশার আলো পেয়েছে।
ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সমাজসেবী এটিএম সেলিম চৌধুরী বলেন, ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের এই বৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের উচ্চ শিক্ষার পথ সুগম করবে। পাশাপাশি এটি এলাকার শিক্ষার অগ্রযাত্রায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। আমরা কৃতজ্ঞ আমাদের পৃষ্ঠপোষক, শিক্ষাবিদ, অভিভাবক এবং বিশেষ করে সাংবাদিক বন্ধুদের প্রতি- যাদের সহযোগিতা ছাড়া এ ধরনের বিশাল আয়োজন করা সম্ভব হতো না। তিনি ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট