1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান জকিগঞ্জে ঐক্যবদ্ধ বিএনপির শোকসভায় দোয়া করলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক শুভ ইংরেজী নববর্ষ: আঁধার পেরিয়ে আলোর প্রত্যাশা

সমাজসেবায় তৎপর ‘হৃদয়ে জকিগঞ্জ’ সিলেট

এখলাছুর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

বহুমুখী অপরাধে জড়িত হয়ে আমাদের তরুণ সমাজ আজ দিকভ্রান্ত। উৎপাদনশীল কাজের বিপরীতে তাঁরা ব্যবহৃত হচ্ছে নানান অপরাধমূলক কর্মকাণ্ডে। এরপরও কিছু তরুণের মানবিক কার্যক্রম দেখে অভিভূত হই। আশান্বিত হই। সিলেটের জকিগঞ্জ উপজেলার এমনই একটি সংগঠন হচ্ছে ‘হৃদয়ে জকিগঞ্জ।’ গত কয়েক বছর ধরে সংগঠনটির মানবিক ও সামাজিক বহুমুখী কার্যক্রমে স্থানীয় মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে। সংগঠনের সভাপতি হাফিজ মোহাম্মদ শাহিদুর রহমান বলেন, ” বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, পরিবেশ রক্ষা, স্বাস্থ্যসেবা প্রদান ও রক্তদানসহ বহুমুখী কর্মসূচি নিয়ে আমাদের সংগঠন সক্রিয় আছে। ২০২২ সালের ভয়াবহ বন্যায় উপজেলার বহু পরিবার ক্ষতিগ্রস্ত হলে আমাদের তরুণ স্বেচ্ছাসেবীরা সর্বপ্রথম এগিয়ে আসে। তারা বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেয়। তাঁরা নদীভাঙন ও জলাবদ্ধতার সময় মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার পাশাপাশি নৌকারও ব্যবস্থা করে দেন। তিনি সংগঠনের প্রতিষ্ঠার প্রেক্ষােট সম্পর্কে বলেন, “২০২১ সালের ১৬ জুন করোনা মহামারীর সময়ে আমাদের অভিযাত্রা। করোনা আতঙ্কে মানুষ যখন ঘরের চার দেয়ালে বন্ধী, তখন আমাদের সাহসী বন্ধুরা বীরত্বের সাথে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। অসুস্থ রোগীকে হাসপাতালে প্রেরণ, আর্থিক সহায়তা ও কাফন-দাফনের কাজে আমরা সক্রিয় ছিলাম। ”
সংগঠনের সাধারণ সম্পাদক এম রুহেল লস্কর বলেন, “অর্থনৈতিকভাবে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহায়তায়ও আমরা কাজ করে যাচ্ছি । সংগঠনের পক্ষ থেকে স্কুলব্যাগ, খাতা-কলম ও পোশাকসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিয়মিতভাবে বিতরণ করা হয়। আমাদের এই উদ্যোগের ফলে বহু শিক্ষার্থী নতুন উদ্দীপনায় পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, ” ইতোমধ্যে একজন অসহায় ছাত্রের লেখাপড়ার যাবতীয় খরচ বহনের পাশাপাশি ১৫ জন শিক্ষার্থীকে এইচএসসি পর্যন্ত লেখাপড়ার জন্য বৃত্তি প্রদানেরও ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমরা রোজার মাসে অসহায় পরিবারের জন্য বিশেষ খাদ্যসামগ্রী বিতরণ, বিভিন্ন সময়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন এবং বৃদ্ধ-অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ সবধরনের জনকল্যাণমুখী কাজে সক্রিয় আছি। ”
সংগঠনের সহ-সভাপতি জয়নাল আবেদীন বলেন,” পরিবেশ রক্ষায়ও আমাদের তরুণরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। তিনি বলেন, আমাদের ভবিষ্যত পরিকল্পনা হচ্ছে, প্রতিবছর উপজেলার বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক চারা রোপণ করা। স্কুলমাঠ, গ্রাম্য রাস্তা, মসজিদের আশপাশ ও জনবহুল এলাকায় আমরা বিপুলসংখ্যক চারা রোপণ করবো ইনশাআল্লাহ ।” সংগঠনের প্রচার সম্পাদক খালেদ আহমদ বলেন, “২৮ সদস্য বিশিষ্ট এই সংগঠন অসচ্ছ্বল পরিবারের জন্য নলকূপ স্থাপন, ঘর মেরামত ও প্রয়োজনীয় নির্মাণসামগ্রী সরবরাহেও নিজেদের সামর্থ্য অনুযায়ী করে যাচ্ছে। সংগঠনের সদস্যরা স্বপ্ন দেখেন একটি সমৃদ্ধ জকিগঞ্জের।”
জানা গেছে, ‘হৃদয়ে জকিগঞ্জ’ নামক সংগঠনের বহুমুখী কার্যক্রম চলমান রয়েছে। স্বেচ্ছায় রক্তদানও কর্মসূচিতেও সংগঠনের তরুণদের ভূমিকা প্রশংসার দাবি রাখে। তাদের মাধ্যমে একটি সংগঠিত রক্তদাতা নেটওয়ার্ক তৈরি হওয়ায় জরুরি সময়ে রোগীদের রক্ত পাওয়া সহজ হয়েছে। এতে শুধু তরুণরাই নয়, স্কুল-কলেজের শিক্ষার্থীরাও যুক্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করেন, এসব মানবিক উদ্যোগ সমাজে সহযোগিতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছে।
হৃদয়ে জকিগঞ্জের দায়িত্বশীলরা জানিয়েছেন, ভবিষ্যতে শিক্ষাবৃত্তি কর্মসূচি, বিনামূল্যে কোচিং, মাদকবিরোধী সচেতনতা এবং গ্রামীণ স্বাস্থ্যসেবা প্রসারে আরও বৃহৎ আকারের কাজ করার পরিকল্পনা তাদের রয়েছে। তাদের বিশ্বাস—মানবিকতা ও ইতিবাচক কাজের মাধ্যমে জকিগঞ্জকে একটি উন্নত, সচেতন ও সেবামুখী সমাজ হিসেবে গড়ে তুলা সম্ভব হবে।
হৃদয়ে জকিগঞ্জের ভূয়সী প্রশংসা করে জকিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি রহমত আলী হেলালী বলেন, “হৃদয়ে জকিগঞ্জ’ সংগঠনটি জকিগঞ্জের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁদের অসংখ্য মানবিক কাজের নিউজ আমার মাধ্যমে হয়েছে। জকিগঞ্জবাসীর উন্নয়নে সংগঠনটি আরো অগ্রগতি অর্জন করুক -এই কামনা করি। ”
গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, “সমাজে এধরণের সংগঠনের প্রয়োজন রয়েছে। আমি ‘হৃদয়ে জকিগঞ্জ’ এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট