1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিদিন রাত ১১টার পর বন্ধ থাকবে জকিগঞ্জ বাজার হাফসা মজুমদার প্রতিভা নিবাসের ছাত্রী রিফাহ সানজিদা নাবিলাহ্‌ ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে জকিগঞ্জের সুরমা-কুশিয়ারা নদী এখন ধু-ধু বালুচর! আজকাল সমাজ কল্যাণ সংস্থা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিএনপি নেতা জাকির হোসাইনের উদ্যোগে ইছামতি ডিগ্রি কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত গঙ্গাজলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট-এর বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: বৃত্তির সংখ্যা দ্বিগুণ সিলেট-৫ আসনে জাপার মনোনয়ন পেলেন সাইফুদ্দিন খালেদ রাত পোহালেই বালাউটি ছাহেবের ঈসালে সাওয়াব মাহফিল: সকল প্রস্তুতি সম্পন্ন সিলেট-৫ আসনে জামায়াত প্রার্থী আনওয়ার হোসাইন খানের মনোনয়ন পত্র সংগ্রহ

ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট-এর বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: বৃত্তির সংখ্যা দ্বিগুণ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সিলেটের জকিগঞ্জ-কানাইঘাটের সকল প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের ফলাফলে পূর্ব নির্ধারিত ৪০০টি বৃত্তির পরিবর্তে প্রায় ৮০০টি বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফাহিম আল্ চৌধুরী।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জকিগঞ্জ উপজেলার মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সমাজসেবী ও শিক্ষানুরাগী এটিএম সেলিম চৌধুরীর উপস্থিতিতে বৃত্তির ফলাফল ঘোষণা করেন ট্রাস্টের সচিব প্রধান শিক্ষক শাব্বির আহমদ। মেধাবৃত্তি পরীক্ষায় জকিগঞ্জ-কানাইঘাট দুই উপজেলার ৩৪৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঁচ হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৭৭৫ জন বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করেছে। তন্মধ্যে তৃতীয় শ্রেণিতে সর্বমোট বৃত্তি পেয়েছেন ১১৫ জন, মেধা গ্রেডে ৬ জন, প্রথম গ্রেডে ৪২ জন, সাধারণ গ্রেডে ৬৭ জন। চতুর্থ শ্রেণিতে সর্বমোট বৃত্তি পেয়েছেন ১১০ জন, মেধা গ্রেডে ২৩ জন, প্রথম গ্রেডে ৮৭ জন, সাধারণ গ্রেডে নেই। পঞ্চম শ্রেণিতে সর্বমোট বৃত্তি পেয়েছেন ১৩৪ জন, মেধা গ্রেডে ৪৬ জন, প্রথম গ্রেডে ৮৮ জন, সাধারণ গ্রেডে নেই। ষষ্ঠ শ্রেণিতে সর্বমোট বৃত্তি পেয়েছেন ৯৪ জন, মেধা গ্রেডে ৬ জন, প্রথম গ্রেডে ৬৬ জন, সাধারণ গ্রেডে ২২ জন। সপ্তম শ্রেণিতে সর্বমোট বৃত্তি পেয়েছেন ৯০ জন, মেধা গ্রেডে ৩ জন, প্রথম গ্রেডে ২৮ জন, সাধারণ গ্রেডে ৩৭ জন ও বিশেষ বিবেচনায় সাধারণ গ্রেডে ২২ জন। অষ্টম শ্রেণিতে সর্বমোট বৃত্তি পেয়েছেন ৯০ জন, মেধা গ্রেডে ৩ জন, প্রথম গ্রেডে ২০ জন, সাধারণ গ্রেডে ৪৪ জন ও বিশেষ বিবেচনায় সাধারণ গ্রেডে ২৩ জন। নবম শ্রেণিতে সর্বমোট বৃত্তি পেয়েছেন ৭১ জন, মেধা গ্রেডে ১ জন, প্রথম গ্রেডে ১৫ জন, সাধারণ গ্রেডে ১৯ জন ও বিশেষ বিবেচনায় সাধারণ গ্রেডে ৩৬ জন। দশম শ্রেণিতে সর্বমোট বৃত্তি পেয়েছেন ৭১ জন, মেধা গ্রেডে ৫ জন, প্রথম গ্রেডে ২৭ জন, সাধারণ গ্রেডে ৩৯ জন।
এছাড়াও দুই উপজেলার অংশ গ্রহণকারী ৩৪৭টি প্রতিষ্ঠান সমূহের মধ্যে সেরা দশ প্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে কানাইঘাট প্রি ক্যাডেট, দ্বিতীয় হয়েছে জকিগঞ্জের গঙ্গাজল ট্যালেন্টস হোম, তৃতীয় হয়েছে কানাইঘাটের পাইলট ইন্টারন্যাশনাল স্কুল, চতুর্থ হয়েছে জকিগঞ্জ আল-ইহসান একাডেমি, পঞ্চম হয়েছে জকিগঞ্জের মাদার খালেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ষষ্ঠ হয়েছে কানাইঘাটের বিঞ্চুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সপ্তম হয়েছে জকিগঞ্জের কলাকুটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অষ্টম হয়েছে কানাইঘাটের জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবম হয়েছে কানাইঘাটের চরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দশম হয়েছে জকিগঞ্জের ইছামতি (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ট্রাস্ট কর্তৃপক্ষ জানান, ট্রাস্টের চেয়ারম্যান মহোদয়ের বদান্যতায় এবার বেড়ে গিয়েছে ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্টের বৃত্তি সংখ্যা। শিক্ষা একটি জাতির মেরুদণ্ড-আর সেই শিক্ষার পথকে আলোকিত করতে যারা নীরবে কাজ করে যান, তাঁরাই প্রকৃত সমাজগঠক। সেই মহতী আদর্শকে ধারণ করে ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্ট দীর্ঘদিন ধরে শিক্ষা ও মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চলতি ২০২৫ সালে ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্টের বৃত্তির সংখ্যা পূর্বনির্ধারিত ছিল ৪০০ জন শিক্ষার্থীর জন্য। কিন্তু বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় এবং তাদের চোখে লুকিয়ে থাকা স্বপ্ন ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের হৃদয়কে গভীরভাবে নাড়া দেয়।
ফলে তাঁর উদার মানবিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং শিক্ষার প্রতি অকৃত্রিম ভালোবাসা ও প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্তের আলোকে এই বৃত্তির সংখ্যা বাড়িয়ে প্রায় দ্বিগুণ শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা মাত্র নয়-এটি শত শত পরিবারের মুখে হাসি ফোটানোর, অসংখ্য শিক্ষার্থীর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এবং তাদের অদম্য স্বপ্নকে নতুন করে ডানা মেলানোর এক অনন্য মানবিক দৃষ্টান্ত। ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্ট দৃঢ়ভাবে বিশ্বাস করে-যোগ্যতা কখনোই অর্থের অভাবে থেমে থাকা উচিত নয়। একজন শিক্ষার্থীর পাশে দাঁড়ানো মানে একটি পরিবারকে শক্তিশালী করা, আর একটি পরিবারকে শক্তিশালী করা মানে একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে অংশ নেওয়া।
এই মহান উদ্যোগ আবারও প্রমাণ করে—ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্ট কেবল বৃত্তি প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং এটি আশার আলো জ্বালায়, স্বপ্নের পথ নির্মাণ করে এবং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট