জকিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের অন্তর্গত খলাছড়া এলাকায় আজকাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারী) রাতে উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলায় জীবান জুটী ও কাওছার জুটী দুই প্রতিদ্বন্দ্বী দল হাড্ডাহাড্ডি লড়াই করে। শেষ পর্যন্ত জীবান জুটীর দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার ও শুভেচ্ছা উপহার তুলে দেন সংস্থার প্রতিষ্টাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা কয়েছ আহমদ, উপদেষ্টা বাছিত আহমদ, মোস্তাক আহমদ, সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক সাইফুর রহমান ছালেক, সিনিয়র সহ সভাপতি হোসেন আহমদ রানা, সহ সভাপতি শরিফ আহমদ, সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, অর্থ সম্পাদক জামিল আহমদ, ম্যাচ রেফারি আফজল হোসেন ও জামাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “আজকাল সমাজ কল্যাণ সংস্থা শুধু সামাজিক সেবায় নয়, যুবসমাজকে খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে গড়ে তোলার প্রতিও অঙ্গীকারবদ্ধ।”
Leave a Reply