সারাদেশের ন্যায় পঞ্চম ধাঁপে গত ৫ই জানুয়ারী বুধবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জকিগঞ্জ উপজেলার ৫নং জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ আফতাব আহমদ। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ১শ ৩৭টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম চেয়ারম্যান প্রার্থী বিএনপি ঘরানার মোঃ হাসান আহমদ চশমা প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করে পেয়েছেন ২ হাজার ৯শ ৭৮টি ভোট। এছাড়া জামায়াত ঘরানার সাবেক চেয়ারম্যান ফয়েজ আহমদ মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করে পেয়েছেন ১ হাজার ২শ ৩২টি ভোট, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত মোঃ জামিল আহমদ (আসুক) খেজুর গাছ প্রতীকে নির্বাচন করে পেয়েছেন ৩শ ৩টি ভোট, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ শফিকুর রহমান আনারস প্রতীক নিয়ে নির্বাচন করে পেয়েছেন ১শ ২৫টি ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছালেহ আহমদ হাতপাখা প্রতীকে পেয়েছেন মাত্র ২৭ ভোট।
উল্লেখ্য যে, জকিগঞ্জ উপজেলার ৫নং জকিগঞ্জ সদর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৯শ ২৫ জন। এবারের নির্বাচনে মোট কাস্টিং ভোট ছিল ৮ হাজার ৩শ ৩৫টি। তন্মধ্যে মোট বৈধ ভোট ৭ হাজার ৮শ ২টি ও মোট অবৈধ (বাতিলকৃত) ভোট ৫শ ৩৩টি।
Leave a Reply