খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার বার্ষিক শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা জকিগঞ্জ বাজারস্থ মজলিস কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার-এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য লাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওঃ মুখলিছুর রাহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম।
উপস্থিত ছিলেন খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, জকিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি শিক্ষক আমান উদ্দিন ও মাওলানা সালেহ আহমদ সহ উভয় শাখার শুরা সদস্যবৃন্দ।
শুরা অধিবেশনে ইউনিয়ন শাখা সমূহ, উপজেলা ও পৌর শাখার বিগত বছরের রিপোর্ট পেশ ও পর্যালোচনা এবং চলিত বছরের পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া বিশেষ পরিকল্পনার মধ্যে আগামী সকল স্থানীয় নির্বাচনের প্রার্থী ও তাদের কাজের কৌশল নির্ধারণ করা হয়।
Leave a Reply