1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে জনকল্যাণে ১০ কোটি টাকার তহবিল নিয়ে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের যাত্রা শুরু জকিগঞ্জ শাহগলি বাজার মনিটরিংয়ে ১৫ হাজার ৫’শ টাকা জরিমানা জকিগঞ্জ-শেওলা ভাঙ্গা সড়কে চরম দুর্ভোগ জকিগঞ্জে নদী ভাঙনে হুমকির মুখে সুরানন্দপুর সরকারি প্রাথমকি বিদ্যালয় জকিগঞ্জে পুলিশের হাতে ১২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ ১ জন গ্রেপ্তার জকিগঞ্জে কাজের ফাঁকে স্কুল পরিদর্শন করলেন ইউএনও: নিয়েছেন ক্লাসও! জকিগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার জকিগঞ্জে বাজার মনিটরিংয়ে বিশ হাজার টাকা জরিমানা জকিগঞ্জে দিনব্যাপী সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ জকিগঞ্জে ছাত্র মজলিসের সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে হাফিজ মজুমদার বিদ্যানিকেতন-এর প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ১৫০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

জকিগঞ্জের ঐতিহ্যবাহী হাফিজ মজুমদার বিদ্যানিকেতনে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) রোদ বৃষ্টির লড়াইয়ের ফাঁকে নানা প্রতিকূলতা ডিঙিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী বাস্তবায়ন কমিটি। সকালে গুড়ি গুড়ি বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় পূর্ব নির্ধারিত সময়ে আনুষ্ঠানিকতা শুরু করা না গেলেও সকাল ১০ ঘটিকায় শুরু হয় আনন্দ র‍্যালী। ঢাক-ঢোল, তাল-বাদ্য আর সানাই বাঁশি নিয়ে র‍্যালীতে এক কালারের গেঞ্জি পড়ে অংশ নেন বিপূল সংখ্যাক প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ। এ সময় হাফিজ মজুমদার বিদ্যানিকেতন এলাকা জুড়ে আলাদা আমেজ তৈরি হয়।
সকাল ১১ প্রাক্তন ছাত্র ইয়াহইয়া আহমদ-এর পবিত্র ক্বোরআন তেলাওয়াত ও সুসঞ্জিত কুমার দাসের গীতা পাঠের মাধ্যমে শুরু হয় প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও আলোচনা সভা। ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের শুরুতে বিদ্যানিকেতন-এর শিক্ষার্থীরা সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
প্রথম প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ তাপাদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. হাফিজ আহমদ মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবীদ ডা. কবির এইচ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, সমাজসেবী ও যুবনেতা সিদ্দিকুর রহমান পাপলু, ৮নং কসকনকপুর ইউনিয়ন চেয়ারম্যান আলতাফ হোসেন লস্কর, হাফিজ মজুমদার বিদ্যানিকেতন-এর প্রধান শিক্ষক মোঃ আতিয়ার রহমান ও প্রাক্তন শিক্ষক নুরুল হক।
প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক কাজী মোঃ আব্দুর রহমান, প্রচার-প্রকাশনা সম্পাদক ডা. মোয়াজ্জেম ইসলাম ও প্রাক্তন ছাত্র আল আমিন- এর যৌথ উপস্থাপনায় স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র মোঃ আব্দুল লতিফ ও স্বাগত বক্তব্য রাখেন এ.কিউ. জাহেদ।
অনুষ্ঠানে অতিতের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র আলীম উদ্দিন, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সুলতান নুর উদ্দিন, শ্রী সুজিত দাস, আহমদ শাহ তামিম, জাকির হোসেন, রাদি আহমদ চৌধুরী ও রাইয়ান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) নাজিম উদ্দিন মজুমদার, জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুকিত চৌধুরী, উবায়দুর রব, ব্যাংকার খায়রুল আলম, ৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান, সাংবাদিক আহমদুল হক চৌধুরী বেলাল ও রাজনীতিবীদ কেফায়াতুল কিবরিয়া চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রথম প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী-২০২২ উপলক্ষে প্রকাশিত ‘শেকড়’ নামক স্মারকের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। এ সময় অতিথিবৃন্দকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট