1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের বাইচের নৌকা ডুবে একজন নিখোঁজ কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে জকিগঞ্জে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সভা জকিগঞ্জে ভারতীয় বিড়িসহ আটক-১ জকিগঞ্জের জুনেদ চৌধুরী’র মানবিক উদ্যোগ: বেওয়ারিশ মানুষের জন্য জমি দান করলেন ইকবাল দম্পতি! ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সিলেট-৫ আসনে ভোটার বেড়েছে ৭ হাজার ৬৫৭ জন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জকিগঞ্জ-কানাইঘাট খেলাফত মজলিসের তৃণমূল প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত জকিগঞ্জে আল-মাদানী পরিষদ, আমলশীদ-এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর রাষ্ট্রীয়ভাবে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে-ড. এনামুল হক চৌধুরী একটি সুস্থ ও উন্নত সমাজ গঠনে লেখা-পড়ার কোন বিকল্প নেই-ড. মো. সাজেদুল করিম মৃত্যুর কাছে হেরে গেলেন জকিগঞ্জের টগবগে যুবক আবুল হাসান সাঈদ

জকিগঞ্জের কাজলসার ইউপি’র বিভিন্ন গ্রামের প্রবেশমূখে নামফলক স্থাপন করেছে চৌধুরী বাজার প্রবাসী পরিষদ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার বিভিন্ন গ্রামের রাস্তার প্রবেশমূখে নামফলক স্থাপন করেছে চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ।
রোববার (২১ এপ্রিল) বিকালে এ সকল নামফলক আনুষ্ঠানিক উদ্বোধন করেন চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত ছিলেন চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ময়জুল হক তালুকদার, ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ-এর ৭নং ওয়ার্ড সদস্য ফারুক আহমদ (ফুরুক মেম্বার), ৪নং ওয়ার্ড সদস্য আব্দুল কুদ্দুস (বুদুর মেম্বার), সাবেক ইউপি সদস্য রফিক আহমদ, চৌধুরী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ মেম্বার, শিক্ষক বিমল দেবরায়, সমাজসেবী নাজিম আহমদ, পরিষদের অর্থ সম্পাদক মাওলানা জিহাদ উদ্দিন, কার্যক্রম বাস্তবায়ন কমিটির সদস্য হাকিম মাওলানা আব্দুল বারী, হেলাল আহমদ ও রুহুল আমীন প্রমূখ।
জানা যায়, চৌধুরী বাজার এলাকার বেশ কয়েকটি গ্রামের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে ২০১৮ সালের ১লা জানুয়ারী চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ গঠিত হয়। এ সংগঠন প্রতিষ্ঠার পর থেকে এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম ও গরীব-অসহায় মানুষের মধ্যে সহযোগীতা সহ নানাবিধ সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই সকল কার্যক্রমের অংশ হিসেবে এবার জামুরাইল আবাসিক এলাকার মেইন রোডে, উত্তর জামুরাইল আবাসিক এলাকার মেইন রোডে ও করইমুড়া (পশ্চিম মঙ্গলশাহ) আবাসিক এলাকার মেইন রোডে নামফলক স্থাপন করা হয়। তাদের এ ব্যতিক্রমধর্মী কার্যক্রমের প্রশংসা করেছেন স্থানীয় বর্তমান ও সাবেক একাধিক জনপ্রতিনিধি। চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগ প্রসঙ্গে সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিগণ বলেন, এভাবে প্রতিটি গ্রামের প্রবেশমূখে নামফলক দেয়া হলে এলাকার সুন্দর্য্য বৃদ্ধি পাবে এবং অপরিচিত কেউ এলাকায় আসলে সহজে গ্রামের লোকেশন পাবে।
এ বিষয়ে চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ময়জুল হক তালুকদার বলেন, আমরা এ পর্যন্ত ৩টি রাস্তার প্রবেশমূখে নামফলক স্থাপন করেছি। শীঘ্রই আরও ৩টি রাস্তার প্রবেশমূখে নামফলক স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা চৌধুরী বাজার এলাকার উন্নয়নে বদ্ধপরিকর।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট