1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ ও ষড়যন্ত্রের শিকার দাবী করলেন মামুনুর রশীদ চৌধুরী ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা জকিগঞ্জ ও কানাইঘাটে সাড়া জাগিয়েছে জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত সর্দার সেলিম আটক জকিগঞ্জে এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের মাধ্যমিক পর্যায়ের মেধাবৃত্তি পরীক্ষায় সহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণ জকিগঞ্জে আওয়ামী লীগ নেতা সওদাগর সেলিম গ্রেফতার জকিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন জকিগঞ্জে ‘সফল জননী’ হিসেবে জয়িতা সম্মাননা পেয়েছেন হাছনা খানম জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি জহিরুল ইসলাম মুন্না’র মতবিনিময় জকিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন শাহবাগ জামিয়া’র মুহতামীম মাওলানা আব্দুল হাফিজ

জকিগঞ্জে জামিয়া দারুল ইহসান-এর কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও শোকরানা মাহফিল অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৫৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

জকিগঞ্জে প্রতিষ্ঠার এক বছরের মাথায় ইর্ষনীয় ফলাফল অর্জন করে চমক সৃষ্টি করেছে জামিয়া দারুল ইহসান, সোনাসার। বিগত শিক্ষাবর্ষে বেফাকুল মাদারিস আরাবিয়া বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন এবং হুফফাজুল কোরআন বোর্ডে উল্লেখযোগ্য সংখ্যক মুমতায পাওয়ার অনন্য রেকর্ড সৃষ্টি করেছে প্রতিষ্ঠানটি।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ২ ঘটিকার সময় জামিয়া দারুল ইহসান, সোনাসার, জকিগঞ্জ-এর স্থায়ী ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান ও শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়।
শায়খুল হাদীস হাফিজ মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও তরুণ আলেম মাওলানা আব্দুল হামিদ জালাল-এর উপস্থাপনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মেধাবী শিক্ষার্থী হাফিজ সানাউল্লাহ।
জামিয়া দারুল ইহসান, সোনাসার-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক সূদুর যুক্তরাজ্য প্রবাসী হাফিজ মাওলানা এনামুল হকের উদ্বোধনী বক্তব্য ও জামিয়া’র নাজিমে তা’লিমাত মাওলানা ওয়ারিছ উদ্দিনের স্বাগত বক্তব্যে সূচীত এ অনুষ্ঠানে স্থানীয় আলেম-উলামা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিলে অভিব্যক্তি প্রকাশ করেন জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল সাত্তার মঈন, ছাহেব জাদায়ে মামরখানী মাওলানা আব্দুর রহীম, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলা উদ্দিন তাপাদার, প্রবীণ আলেম মাওলানা রিয়াজ উদ্দিন, তরুণ আলেম মাওলানা আব্দুল মুকিত চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী তরুণ আলেম মাওলানা ফখরুল ইসলাম হানজালা, শাহ শরীফ মাদ্রাসার মুহতামীম মাওলানা ছদরুল আমীন চৌধুরী, তরুণ ব্যবসায়ী ও রাজনীতিবীদ মাওলানা আব্দুল করিম ও পরিচালকের ভাতিজা জাকির হোসেন শিপলু প্রমূখ।
অনুষ্ঠানে মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ নগদ অর্থ ও পুরস্কার তুলে দেন। এ সময় আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করায় হিফজ বিভাগের শিক্ষক হাফিজ আবুল কাসেম ও হাফিজ মাওলানা ইয়াহিয়াকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়।
সিলেট-জকিগঞ্জ মেইন রোডের পাঁশেই চমৎকার লোকেশনে প্রতিষ্ঠিত জামিয়া দারুল ইহসান, সোনাসারে নির্ধারিত সংখ্যক আবাসিক ও অনাবাসিক ছাত্রদের ভর্তি করে আন্তরিকভাবে পড়ানো হয়। এ কারণে মাত্র এক বছরের মাথায় প্রতিষ্ঠানটি পুরো জকিগঞ্জ উপজেলা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
জানা যায়, বিগত শিক্ষাবর্ষে জামিয়া দারুল ইহসান, সোনাসার, জকিগঞ্জ-এর ৭ জন শিক্ষার্থী বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় হিফজ বিভাগে অংশ নিয়ে মেধা তালিকায় দ্বিতীয়স্থান অর্জন সহ মোট ৫টি মুমতায এবং হুফফাযুল কুরআন-এর কেন্দ্রীয় পরীক্ষায় ১৩টি মুমতাযসহ শতভাগ পাঁশের কৃতিত্ব অর্জন করেছে।
মাহফিল শেষ শায়খুল হাদীস হাফিজ মাওলানা ফখরুল ইসলাম ছাহেবের নছিহতি বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট