জকিগঞ্জে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে এলাকার গরীব ও অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে আব্দুর রউফ ওয়েলফেয়ার ট্রাস্ট।
এ উপলক্ষে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জকিগঞ্জ উপজেলার হাতিডহরস্থ ট্রাস্ট কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ট্রাস্টের সভাপতি ডা. হারিছ উদ্দিনের সভাপতিত্বে ও মছনু আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীমান্তিক ইন্টারন্যাশনাল হাইস্কুলের প্রিন্সিপাল আহমদুল কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা আব্দুল হাই বেবুল, ট্রাস্টের কোষাধ্যক্ষ মো.শরীফ উদ্দিন ও সদস্য মাওলানা আব্দুল হাছিব প্রমুখ।
এ সময় উপস্থিতি ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম ও বৃহত্তর হাতিডহর-নগরকান্দি এলাকার ৮টি মসজিদের ইমাম সাহেবগণ।
অপরদিকে অনুষ্ঠানে আমেরিকা থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদীন, রাশেদ আহমদ, বুরহান উদ্দিন, রুহুল আমীন, এনাম আহমদ ও তারেক আহমদ প্রমুখ।
উল্লেখ্য যে, মানবতার কল্যাণে নিরন্তর কাজ করে যাওয়া এই সংগঠন ২০২০ সাল থেকে বহুমুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তন্মধ্যে প্রতি রমজানের আগে উপজেলার বাছাইকৃত অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ কর্মসূচি সকলের প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে। এবছর দুই শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া সংগঠনটি বছরব্যাপী গরীব-অসহায় মানুষের গৃহ-নির্মাণ, অসুস্থ মানুষের মধ্যে চিকিৎসা অনুদান ও লেখাপড়ার খরচসহ বিভিন্ন অনুদান দিয়ে থাকে।
ট্রাস্টের কোষাধ্যক্ষ শরীফ উদ্দিন বলেন, ইনশাআল্লাহ এই ট্রাস্টের সমাজসেবামূলক কার্যক্রম ভবিষ্যতে আরো বিস্তৃত করা হবে।
Leave a Reply