1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে নদী ভাঙন রোধসহ ১৫ দফা দাবীতে ইউএনও বরাবর জনদাবী পরিষদের স্মারকলিপি প্রদান জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চার সন্তানের জননী নিহত জকিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত একটি রাস্তা সংস্কারের অভাবে জনদূর্ভোগ জকিগঞ্জে কামালপুর গ্রামবাসীর ঈদপূর্ণমিলনী ও সংবর্ধনা জকিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এস.এম.পারভেজ-কে ঘোষনা করলেন এলাকাবাসী জকিগঞ্জে ছাত্র জমিয়তের কর্মী উৎসব ও তারবিয়াতি সভা সম্পন্ন জকিগঞ্জে গ্যাস সংযোগের দাবীতে মানববন্ধন সুরমা-কুশিয়ারা নদী ভাঙ্গন প্রতিরোধে ঐক্যবদ্ধ জকিগঞ্জবাসী জকিগঞ্জে কুশিয়ারা নদীর বেড়িবাঁধ মেরামতে জনতার পাঁশে জামায়াতে ইসলামী জকিগঞ্জে বন্যা: আশ্রয়কেন্দ্রে নেই ঈদ আনন্দ

জকিগঞ্জে সালমান শাহ’র মৃত্যুর ২৫ বছর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

দেখতে দেখতে ২৫ বছর পেরিয়ে গেল নায়ক সালমান শাহ মৃত্যুর। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চলচ্চিত্র অঙ্গনে বড় শূন্যতা তৈরি করে বিদায় নেন এ নায়ক। তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত্যুর প্রায় দুই দশক পর পিবিআই নিশ্চিত করে, সালমান শাহ আত্মহত্যা করেন। তবে মৃত্যুর এত বছর পরেও সালমান শাহর তারকাখ্যাতি সমুজ্জ্বল। তার পরবর্তীকালে যারা চলচ্চিত্রে নায়ক হওয়ার জন্য এসেছেন প্রায় প্রত্যেকেই বলেছেন, তাদের অনুপ্রেরণার প্রধান উৎস সালমান।
সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে ভক্ত অনুরাগীরা পৃথক পৃথক স্মরণসভা ও দোয়া মাহফিল করেছেন। তবে জকিগঞ্জ উপজেলার কোথাও স্মরণসভা কিংবা দোয়া মাহফিল করতে শুনা যায়নি।
সালমান শাহর পারিবারিক নাম শহীদ চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন-এর মাইজগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। সালমান ছিলেন পরিবারের বড় ছেলে। মাত্র সাড়ে পাঁচ বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করা সালমান শাহ ঢাকাই সিনেমার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন।
১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে সিনেমাজগতে পা রাখেন সালমান শাহ। প্রথম ছবিই তাকে ঢালিউডের প্রথম শ্রেণির নায়ক করে তোলে। ক্রমশ অপ্রতিদ্বন্দ্বি হয়ে ওঠেন তিনি। প্রথম ছবির পর থেকে সালমানের ক্যারিয়ারে একের পর এক যোগ হতে থাকে সাফল্যের পালক। প্রথম ছবিতে মৌসুমীর সঙ্গে জুটি বেঁধেছিলেন। পরে শাবনূরের সঙ্গে সফল জুটি গড়ে ওঠে সালমানের। এসব জুটির একেকটি ছবি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হিসেবে আছে।
এ ছাড়া তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শাবনাজ, শাহনাজ, লিমা, শিল্পী, শ্যামা, সোনিয়া, বৃষ্টি, সাবরিনা ও কাঞ্চি। শেষ ছবিটি পর্যন্ত সমানতালে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছিলেন সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের সাফল্যের রাজপুত্র হিসেবেও সালমানকে অভিহিত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট